AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rituparna Sengupta Birthday: বিশেষ দিনটা কোথায় কাটালেন ঋতুপর্ণা?

Rituparna Sengupta Birthday: বিশেষ দিনটা কোথায় কাটালেন ঋতুপর্ণা?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 07, 2023 | 9:37 PM

Share

Tollywood News ৭ নভেম্বর টলি-কুইন ঋতুপর্ণা সেনগুপ্তর জন্মদিন। ৫২ বছর বয়সে পা দিলেন অভিনেত্রী। জন্মদিনে দিনভর শুটিং সেটে ব্যস্ত অভিনেত্রী। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরবর্তী ছবিতে ঋতুপর্ণার সঙ্গে জুটি বাঁধছেন প্রসেনজিৎ। সেই ছবিরই শুটিং চলছে কলকাতায়। সেটেই জন্মদিন পালন হল ঋতুপর্ণার।

জন্মদিনে প্রসেনজিতের সঙ্গে ঋতুপর্ণা
৭ নভেম্বর টলি-কুইন ঋতুপর্ণা সেনগুপ্তর জন্মদিন। ৫২ বছর বয়সে পা দিলেন অভিনেত্রী। জন্মদিনে দিনভর শুটিং সেটে ব্যস্ত অভিনেত্রী। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরবর্তী ছবিতে ঋতুপর্ণার সঙ্গে জুটি বাঁধছেন প্রসেনজিৎ। সেই ছবিরই শুটিং চলছে কলকাতায়। সেটেই জন্মদিন পালন হল ঋতুপর্ণার।

ব্যথায় কৌশানী
কনসার্টে অরিজিৎ সিংয়ের হাত ধরে মুচড়ে দিয়েছিলেন এক অত্যুৎসাহী ভক্ত। ব্যথায় চিৎকার করে উঠেছিলেন। হাতে বাঁধতে হয়েছিল ব্যান্ডেজ। প্রায় অনুরূপ ঘটনা ঘটল টলি অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে। না, তাঁকে ব্যান্ডেজ বাঁধতে হয়নি ঠিকই, কিন্তু বেশ জোর ব্যথা যে লেগেছে, সেই অভিব্যক্তি চোখে মুখেই ফুটে উঠেছে তাঁর। সম্প্রতি মাচা শো-করতে গিয়ে করমর্দনের সময়ই এমন ঘটনার সম্মুখীন হয়েছেন কৌশানী।

সোহিনীর প্রেম প্রকাশ
সোমবার মাঝরাতে গোটা পৃথিবী যখন অতল ঘুমে তলিয়ে, অভিনেত্রী সোহিনী সরকার তখন সোশ্যাল মিডিয়ায়। ‘দশম অবতার’ ছবির গানের উদ্ধৃত অংশ তুলে ধরেছেন, “আমি অধরা মাধুরী, যে আমাকে বাসবে ভালো, তার আকাশেই উড়ি।” গায়ক প্রেমিক শোভন গঙ্গোপাধ্যায় আগেই প্রেম জাহির করেছেন সোহিনীর জন্য। এবার মুখ খুললেন সোহিনীও। প্রকাশ করলেন তিনিও প্রেমে আছেন।

ভাই হয়ে গেলেন বয়ফ্রেন্ড!
রিমঝিম মিত্র, ধারাবাহিকের পরিচিত মুখ তিনি। এবার তিনিই পড়েছেন এক মহা বিড়ম্বনায়। তাঁর নিজের ভাই হয়ে গিয়েছেন তাঁর বয়ফ্রেন্ড! এক জনপ্রিয় পেজ থেকে শেয়ার করা হয়েছে রিমঝিমের এক ছবি। যে ছবিতে রিমঝিম কিন্তু একা নেই, রয়েছেন এক পুরুষও। ওই ছবিই শেয়ার করে লেখা হয়, “রিমঝিম মিত্রের বয়ফ্রেন্ড’—যা দেখে নায়িকা কী করবেন বুঝতেই পারছেন না। কেন? কারণ, যে ব্যক্তিকে রিমঝিমে বয়ফ্রেন্ড ট্যাগ দেওয়া হয়েছে, তা আদপে তাঁর ভাই।

ফিরছে ‘মিঠাই’
ভাল ধারাবাহিক দর্শকদের আবেদনে অথবা আবদারে কখনও-কখনও চ্যানেল পুনঃসম্প্রচার করে থাকে। তাই বলে মাত্র কয়েকমাসের মাথায় ধারাবাহিক রিপিট? অতীতে না হলেও এবার হল, সম্ভব করলেন টেলি-দুনিয়ার জুটি উচ্ছেবাবু ও মিঠাইরানি। অর্থাৎ সৌমিতৃষা কুণ্ডুর ধারাবাহিক ‘মিঠাই’ ১৩ নভেম্বর থেকে আবারও আসছে জি বাংলার পর্দায়।

এবার ক্যাটরিনা
অভিনেত্রী রশ্মিকা মন্দানার ভুয়ো ভিডিয়ো নিয়ে সরগরম যখন সিনেপাড়া, তখনই সামনে এল আরও এক চাঞ্চল্যকর ছবি। এবার নিশানায় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ‘টাইগার থ্রি’ ছবির এক ফ্রেম নিয়ে তা মর্ফ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। প্রযোজনা সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এটা ক্যাটরিনার আসল ছবি নয়। চিন্তার ভাঁজ সিনেপাড়ার কপালে। AI-এর দৌলতে একের পর এক DeepFake ছবির ভবিষ্যৎত কী?

এ কী হল সারার?
অসুখ সারিয়ে মোটা থেকে রোগা হয়ে অতীতেই নজর কেড়েছেন সারা আলি খান। তবে এবার কী হল? ফেস্টিভ মরসুমে ডায়েট ভুলতেই ফুলে উঠল ভুঁড়ি। চিন্তায় পড়ে যাওয়া সারা মাত্র ২ সপ্তাহেই সেই বাড়তি ক্যালোরিকে জানালেন বিদায়। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে লিখলেন, ‘ছবিটা অস্বস্তিকর, তবে গর্বেরও। কারণ অতীতেও এই চ্যালেঞ্জ নিয়ে আমি সফল হয়েছি।’

ঐশ্বর্যর পাশে সলমন?
বিখ্যাত ফ্যাশন ডিজ়াইনার মণীশ মালহোত্রার দীপাবলির পার্টিতে অনুপস্থিত বচ্চন পরিবার। কেবল গিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন এবং তিনি গিয়েছেন একাই। যাননি তাঁর স্বামী অভিষেক বচ্চনও। কিন্তু সে দিনের ওই পার্টিতে উপস্থিত ছিলেন সলমন খান। তা হলে কি পার্টিতে প্রাক্তন সলমনকে পাশে পেলেন ঐশ্বর্য? চর্চা এখন তুঙ্গে।

মাসিক ২৫ লক্ষ!
৮৩ বছরে ফের বাবা হয়েছেন হলিউডের কিংবদন্তি তারকা অ্যাল পাচিনো। গত জুন মাসে ২৯ বছরের বান্ধবী নুর আলফাল্লার কোলে এসেছে অ্যালের চতুর্থ সন্তান। পু্ত্রের নাম রেখেছেন রোমান পাচিনো। যদিও সম্পর্কে ফাটল ধরেছে বান্ধবীর সঙ্গে। সন্তানের স্বার্থে মাসিক ২৫ লক্ষ খোরপোশ দাবি করেন বান্ধবী। এবার সেই দাবিই মেনে নিলেন অভিনেতা।