Kanchan Sreemoyee Marriage: কীভাবে মন জয় করেছেন কাঞ্চন? অবশেষে মুখ খুললেন শ্রীময়ী
বিয়ের আগে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ বলেছেন, তাঁকে কীভাবে মোহিত করেছেন কাঞ্চন মল্লিক। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, "আসলে কাঞ্চন তো দারুণ কথা বলতে পারেন। সেই কথার জাদুতেই আমাকে পটিয়ে ফেলেছেন তিনি।"
বিয়ে বাড়িতে দীপিকাকে সামলাচ্ছেন রণবীর
চলতি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে মা হতে চলেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। জামনগরে আয়োজিত অম্বানী পুত্র অনন্ত অম্বানীর এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে যাচ্ছেন তাঁরা। সেখানে গাড়ি থেকে নামতেই হবু বাবা-মাকে দেখে উত্তেজিত হয়ে পড়েন ভক্তরা। সেই সময় প্রায় দীপিকার দেহরক্ষীর দায়িত্ব সামলেছেন রণবীর। সারাক্ষণই আগলে রাখেন হবু মাকে।
‘জলি এলএলবি’তে খরাজ
এর আগেও হিন্দি ছবিতে অভিনয় করেছেন টালিগঞ্জের বর্ষীয়ান অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। আবারও তাঁকে দেখা যায় বলিউডের ছবিতে। ‘জলি এলএলবি’ ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ছবিতে অভিনয় করবেন তিনি। পরিচালক সুভাষ কাপুর নিজেই ফোন করে প্রস্তাব দিয়েছেন খরাজকে। কলকাতাতেই নাকি শুটিং।
‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতেও খরাজ
কেবল ‘জলি এলএলবি’ ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ছবিতে নয়, ‘ভুল ভুলাইয়া’ ছবির তিন নম্বর ছবি ‘ভুল ভুলাইয়া ৩’-তেও থাকছেন খরাজ। ছবিতে থাকছেন কার্তিক আরিয়ান এবং বিদ্যা বালনের মতো দু’জন বলিউড তারকা।
২৬ বছরের তরুণী মাধুরী
একসময় কাশ্মীর থেকে কন্যাকুমারী–৮ থেকে ৮০-র মনে ঝড় তুলতেন বলিউডের নামী অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ‘হাম আপকে হ্যা কৌন’ ছবিতে তাঁর অভিনয় এখনও মোহিত হয়ে দেখেন দর্শকরা। সেই ছবিতে বেগুনি রঙের একটি শাড়ি পরে ‘দিদি তেরা দেওয়ার দিওয়ানা’ গানের সঙ্গে নেচেছিলেন তিনি। সেই ধরনের একটি শাড়ি পরে ফের দর্শক হৃদয়ে হিল্লোল তুলেছেন এই ৫৬ বছর বয়সেও। এক্কেবারে ২৬ বছরের তরুণী মনে হচ্ছে তাঁকে।
সরব জয়া
নাতনি নভ্যা নাভেলি নন্দার সামনে ট্রোল প্রসঙ্গে সরব জয়া বচ্চন। স্পষ্ট বললেন, কিছু বলার থাকলে প্রয়োজনীয় প্রসঙ্গে মুখ খুলুন। নিজের মুখ দেখান। অজ্ঞাত প্রোফাইল থেকে ভুয়ো মন্তব্য করছেন যাঁরা তাঁরা খারাপ। অন্য দিকে শ্বেতা বচ্চনও মায়ের সুরে বললেন, এই কারণেই এখন সেলেবরা অনেক বেশি সচেতন হয়ে গিয়েছেন। নিজের স্বরূপটা এদের ভয়ে লুকিয়ে রাখছেন। উচিত সঠিত জবাব দেওয়া।
কীভাবে শ্রীময়ীকে মোহিত করেন কাঞ্চন?
বিয়ের আগে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ বলেছেন, তাঁকে কীভাবে মোহিত করেছেন কাঞ্চন মল্লিক। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, “আসলে কাঞ্চন তো দারুণ কথা বলতে পারেন। সেই কথার জাদুতেই আমাকে পটিয়ে ফেলেছেন তিনি।”
রাজনীতিতে রচনা?
সামনেই লোকসভা নির্বাচন। এখনও প্রকাশ্যে আসেনি প্রার্থী তালিকা। তার আগেই গুঞ্জন তুঙ্গে। তৃণমূল থেকে টিকিট পেতে চলেছেন নাকি রচনা বন্দ্যোপাধ্যায়। যদিও দিদি নম্বর ১-এর সঞ্চালিকার কথায়, তিনি এখনই এই বিষয় কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে প্রার্থী হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়েও দিলেন না।
বৃন্দাবনে সৌমিতৃষার সেলিব্রেশন
জন্মদিন কেমন কাটল অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। হাসি মুখে অভিনেত্রী জানালেন, মনের মতো। কারণ তিনি চেয়েছিলেন বৃন্দাবনে গিয়েই এই বিশেষ দিনটা কাটাতে। তেমনটাই হয়েছে। পরিবারের সঙ্গে এদিন রাধাগোবিন্দ দর্শন করে শান্তি পান সৌমি। জানান, প্রতিটা জন্মদিনই এভাবেই তিনি কাটাতে পারলে নিজেকে ধন্য মনে করবেন।
কাঞ্চন-শ্রীময়ীর মেহেন্দি
আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ৬ মার্চ সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। তার আগে মেহেন্দি অনুষ্ঠানে গা ভাসালেন জুটি। কাঞ্চনের হাতও রঙিন হল মেহেন্দির রঙে। লিখলেন শ্রী।