Bank Rules: হঠাৎ ব্যাঙ্ক বন্ধ হয়ে গেলে আপনি টাকা তুলবেন কীভাবে?
ব্যাঙ্কে জমা রাখা টাকার সীমা বা সাম লিমিট ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। ২৮ বছর বাদে এই টাকা তোলার সীমা বাড়ানো হয়েছে। ডিপোজিট ইন্সুরেন্স হল এক ধরনের স্কিম,যদি কোনও ব্যাঙ্কিং ব্যবস্থা ভেঙে পড়ে,গ্রাহকদের সর্বাধিক ৫ লক্ষ টাকা অবধি গচ্ছিত অর্থ সুরক্ষিত রাখা হবে
যদি হঠাৎ করে ব্যাঙ্ক বন্ধ হয়ে যায়,তবে আপনি জমা রাখা কত টাকা তুলতে পারবেন,জানেন? ২০২১ সালের সরকারের তরফে এক নিয়ম চালু করা হয়। কিন্তু পরে ২০২২ সালে সেই নিয়ম পরিবর্তন করা হয়। ব্যাঙ্কে জমা রাখা টাকার সীমা বা সাম লিমিট ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। ২৮ বছর বাদে এই টাকা তোলার সীমা বাড়ানো হয়েছে। ডিপোজিট ইন্সুরেন্স হল এক ধরনের স্কিম,যদি কোনও ব্যাঙ্কিং ব্যবস্থা ভেঙে পড়ে,গ্রাহকদের সর্বাধিক ৫ লক্ষ টাকা অবধি গচ্ছিত অর্থ সুরক্ষিত রাখা হবে। কীভাবে ব্যাঙ্কের কাছ থেকে টাকা দাবি করবেন? ব্যাঙ্ক কোনও কারণে ব্যাঙ্ক বন্ধ হয়ে গেলে,গ্রাহকদের ব্যাঙ্কের লিকুইডেশন প্রক্রিয়ার জন্য অপেক্ষা করতে হবে না। তার আগেই তারা জমা রাখা টাকা দাবি করতে পারেন। ব্যাঙ্কের গ্রাহকরা ডিআইসিজিসি আইনের অধীনে জমা রাখা টাকা দাবি করতে পারেন। ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গেলে সর্বাধিক ৫ লক্ষ টাকা অবধি অর্থ ফেরত পাবেন। বহু গ্রাহকেরই একই ব্যাঙ্কে দুটি অ্যাকাউন্ট থাকে। এক ব্য়াঙ্কে দুটি অ্যাকাউন্ট থাকলেও,তিনি সর্বাধিক ৫ লক্ষ টাকাই ফেরত পাবেন। যদি আপনার দুটি ব্যাঙ্কে দুটি আলাদা অ্য়াকাউন্ট থাকে,তবে সেক্ষেত্রে দুটি অ্য়াকাউন্টের জন্যই ৫ লক্ষ টাকা করে পাবেন।