IPL 2023: কত কোটির মালিক হবে আইপিএল বিজয়ীরা?
বিজয়ী দল এবারে আইপিএলে পাবে ২০ কোটি টাকা। রানার্সদের জন্য রয়েছে পুরস্কার। আইপিএল থেকে রানার্সরা নিয়ে যাবে ১৩ কোটি টাকা। ৭ কোটি টাকা করে পাবে চতুর্থ এবং তৃতীয় স্থানে যে দল থাকবে। প্রত্যেক ক্রিকেটারের জন্য থাকবে আলাদা আলাদা পুরস্কার। অরেঞ্জ ক্য়াপ পাবেন যে মরসুমে সব থেকে বেশি রান করবে। ১৫ লক্ষ টাকা পাবেন যে মরসুমে সব থেকে বেশি রান করবে
আইপিএল নিয়ে ক্রিকেটের উত্তেজনা তুঙ্গে। কে জিতবে এবারের আইপিএল। আইপিএল মানে টাকার বৃষ্টি। কত টাকা পাবে বিজয়ী দল জানেন? বিজয়ী দল এবারে আইপিএলে পাবে ২০ কোটি টাকা। রানার্সদের জন্য রয়েছে পুরস্কার। আইপিএল থেকে রানার্সরা নিয়ে যাবে ১৩ কোটি টাকা। ৭ কোটি টাকা করে পাবে চতুর্থ এবং তৃতীয় স্থানে যে দল থাকবে। প্রত্যেক ক্রিকেটারের জন্য থাকবে আলাদা আলাদা পুরস্কার। অরেঞ্জ ক্য়াপ পাবেন যে মরসুমে সব থেকে বেশি রান করবে। ১৫ লক্ষ টাকা পাবেন যে মরসুমে সব থেকে বেশি রান করবে। পার্পল ক্য়াপ পাবেন যে বোলার মরসুমে সব থেকে বেশি উইকেট নেবে। তিনিও পাবেন ১৫ লক্ষ টাকা। আইপিএলে ১২ লক্ষ টাকা পাবেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। সবথেকে বেশি ছক্কা মারলেও পাবেন ১২ লক্ষ টাকার আর্থিক পুরস্কার। ১৫ লক্ষ টাকা পাবেন সুপার স্ট্রাইকার পুরস্কার।