Winter Weather Update: আর কত ডিগ্রি নামবে পারদ?

| Edited By: জয়দীপ দাস

Dec 31, 2025 | 3:44 PM

Weather Update: কলকাতায় সোমবার এবং মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় যথাক্রমে সাড়ে ৭ ডিগ্রি এবং ৬ ডিগ্রি নিচে ছিল। তবে এরইমধ্যে আবার উত্তরে হাওয়ার পথে পাঁচিল তৈরি করছে পশ্চিমী ঝঞ্ঝা। ফলে আগামী ৪ দিন ফের কিছুটা হলেও তাপমাত্রার গ্রাফ চড়বে বলে জানা যাচ্ছে।

কলকাতা: মরসুমের শীতলতম দিন আজ, কুয়াশা কাটতেই হুড়মুড়িয়ে নামল রাতের তাপমাত্রা। শুধু রাতের তাপমাত্রাই নয়, দিনের দিনের তাপমাত্রাও লক্ষ্যনীয়ভাবে কম থাকায় আরও জমাট বেঁধেছে শীতের কামড়। কলকাতায় সোমবার এবং মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় যথাক্রমে সাড়ে ৭ ডিগ্রি এবং ৬ ডিগ্রি নিচে ছিল। তবে এরইমধ্যে আবার উত্তরে হাওয়ার পথে পাঁচিল তৈরি করছে পশ্চিমী ঝঞ্ঝা। ফলে আগামী ৪ দিন ফের কিছুটা হলেও তাপমাত্রার গ্রাফ চড়বে বলে জানা যাচ্ছে। তবে ৫ জানুয়ারি থেকে ফের দেখা যাবে পারাপতন। পশ্চিমের জেলাগুলিতে দেখা যেতে পারে  শৈত্যপ্রবাহ।