লক্ষ্যমাত্রার কত পূরণ করতে পারবে কমিশন?

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 17, 2025 | 5:47 PM

কমিশন সূত্রে খবর, ১৭ ডিসেম্বর থেকে ২২ বা ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে নোটিস পাঠানোর কাজ। আর তারপরই শুরু হবে হিয়ারিং। আপনাকে ফর্ম ৬ পূরণ করতে হবে। তারপর আপনাকে শুনানিতে ডাকা হবে।

খসড়া তালিকায় যাদের নাম নেই তাদের চিন্তা হিয়ারিং। আবার তালিকায় নাম থাকলেও হিয়ারিংয়ে ডাকতে পারে।  কোনও তথ্য নিয়ে কমিশনের যদি সন্দেহ হয়, সমন আসবে ।  কিন্তু কবে থেকে শুরু হবে হিয়ারিং? কমিশন স্পষ্ট করে জানায়নি যে কবে থেকে শুরু হবে হিয়ারিং। ১৬ ডিসেম্বর প্রকাশ হয়েছে খসড়া তালিকা। তবে, কমিশন সূত্রে খবর, ১৭ ডিসেম্বর থেকে ২২ বা ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে নোটিস পাঠানোর কাজ। আর তারপরই শুরু হবে হিয়ারিং। আপনাকে ফর্ম ৬ পূরণ করতে হবে। তারপর আপনাকে শুনানিতে ডাকা হবে। কমিশনের বক্তব্য, শুনানিতে কাগজ দেখাতে হবে ওই ভোটারকে। তারপর নাম উঠে যাবে।

Published on: Dec 17, 2025 04:30 PM