Ram Mandir Ayodhya: রামমন্দির নির্মাণে কোন তারকা কত দিলেন?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jan 21, 2024 | 11:01 PM

অক্ষয় কুমার, অনুপম খের, গুরমিত চৌধরি থেকে কল্যাণ পবন, হেমা মালিনী-- এঁরা সবাই রামমন্দির প্রতিষ্ঠা উপলক্ষে লক্ষ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। মন্দির নির্মাণে ‘রাম’ লেখা ইট দিয়েছেন অনুপম। অভিনেতা পবন কল্যাণ প্রায় ৩০ কোটি টাকা আর্থিক সাহায্য করেছেন মন্দির নির্মাণে।

Follow Us

অযোধ্যায় কঙ্গনা
নিমন্ত্রণ পত্র পেয়ে শনিবারই অযোধ্যায় পৌঁছে যান অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। রবিবার সকাল সকাল বেরিয়ে পড়লেন দর্শনে। পরনে শাড়ি, চোখে সানগ্লাস, মন্দির প্রাঙ্গণ ঝাঁট দিয়ে পরিষ্কার করলেন তিনি। জানালেন, সোমবার সকলের কাছে এক গর্বের দিন। তিনি উপস্থিত থাকতে পেরে গর্বিত।

ভালবাসার অনুদান

অক্ষয় কুমার, অনুপম খের, গুরমিত চৌধরি থেকে কল্যাণ পবন, হেমা মালিনী– এঁরা সবাই রামমন্দির প্রতিষ্ঠা উপলক্ষে লক্ষ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। মন্দির নির্মাণে ‘রাম’ লেখা ইট দিয়েছেন অনুপম। অভিনেতা পবন কল্যাণ প্রায় ৩০ কোটি টাকা আর্থিক সাহায্য করেছেন মন্দির নির্মাণে।

ছাড়পত্র পেল ফাইটার

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। মুক্তি পেতে চলেছে দীপিকা পাড়ুকোন ও হৃত্বিক রোশন অভিনীত ছবি ফাইটার। মুক্তির আগেই সেন্সরের কাঁচির মুখে ছবি। বেশ কয়েকটি যৌন উত্তেজক দৃশ্য বাদ দেওয়ায় অবশেষে ছাড়পত্র পেল ছবি।

থাকছেন না বিবেক

রামলালার প্রতিষ্ঠা দিবসে হাজির থাকতে পারছেন না দ্য কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ব্যক্তিগত কাজে আটকে পড়েছেন তিনি। লিখেছেন, “কিছু অত্যন্ত জরুরি দরকারে আটকে পড়ায় যেতে পারছি না। তবে রাম জানেন, কেন পারছি না।’’

অসভ্য তকমা

অঙ্কিতা লোখন্ডের উপর মারাত্মক রেগে গেলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া। প্রিয়াঙ্কার তুতো বোন মানারা চোপড়ার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন অঙ্কিতা! — এই অভিযোগেই এবার অঙ্কিতাকে অসভ্য তকমা দিলেন তিনি

প্রতিক্রিয়া অভিনেত্রীর
অভিনেত্রী রশ্মিকা মন্দনার এক ডিপফেক ভিডিয়ো ভাইরাল হয়েছিল সমাজমাধ্যমে। নভেম্বর মাসের সেই ঘটনায় এ বার মূল অভিযুক্তকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। কাণ্ডটি ঘটিয়েছেন বছর ২৪-এর এক যুবক। ধৃতের নাম ইমানি নবীন। তিনি অন্ধ্রের গুন্টুর জেলার বাসিন্দা। পুলিশের সক্রিয়তা দেখে খুশি রশ্মিকা। তাঁর কথায়, “অভিযুক্তকে আটক করার জন্য ধন্যবাদ। এমন একটা সময়ে সকলের সমর্থন পেয়ে কৃতজ্ঞ আমি। ”

 

পুরীতে জিৎ

গোটা দেশ যখন রামমন্দির এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে ব্যস্ত তখন জিৎ পুরী দর্শনে গেলেন। পুরীর জগন্নাথ মন্দিরে দর্শন করে সেখান থেকে ছবিও পোস্ট করলেন তিনি। জগন্নাথদেবের আশীর্বাদ নিয়ে লিখলেন, ‘জয় জগন্নাথ’।

মাতৃহারা সুদীপা
শনিবার রাতেই মেলে দুঃসংবাদ। অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় তাঁর মাকে হারালেন। সোশ্যাল মিডিয়ায় মায়ের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে সুদীপা রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সুরে লিখলেন, ‘যদি থাকি কাছাকাছি- দেখিতে না পাও…’। অভিনেত্রীর মা দীপালি দেবীর আত্মার শান্তি কামনায় সকলেই প্রার্থনা করলেন।

মায়ের বিয়ের শাড়িতে দেবলীনা
মায়ের বিয়ের বেনাসরিতে সাজলেন অভিনেত্রী দেবলীনা কুমার। বিয়ের মরসুমে সেই শাড়ি পরেই ছবি পোস্ট করলেন উত্তম কুমারের নাতবউ। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এই স্টারের সাবেকি লুকে আরও একবার মুগ্ধ নেটপাড়া। লিখলেন, মায়ের শাড়ি আজও এত যত্নে?

অযোধ্যায় কঙ্গনা
নিমন্ত্রণ পত্র পেয়ে শনিবারই অযোধ্যায় পৌঁছে যান অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। রবিবার সকাল সকাল বেরিয়ে পড়লেন দর্শনে। পরনে শাড়ি, চোখে সানগ্লাস, মন্দির প্রাঙ্গণ ঝাঁট দিয়ে পরিষ্কার করলেন তিনি। জানালেন, সোমবার সকলের কাছে এক গর্বের দিন। তিনি উপস্থিত থাকতে পেরে গর্বিত।

ভালবাসার অনুদান

অক্ষয় কুমার, অনুপম খের, গুরমিত চৌধরি থেকে কল্যাণ পবন, হেমা মালিনী– এঁরা সবাই রামমন্দির প্রতিষ্ঠা উপলক্ষে লক্ষ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। মন্দির নির্মাণে ‘রাম’ লেখা ইট দিয়েছেন অনুপম। অভিনেতা পবন কল্যাণ প্রায় ৩০ কোটি টাকা আর্থিক সাহায্য করেছেন মন্দির নির্মাণে।

ছাড়পত্র পেল ফাইটার

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। মুক্তি পেতে চলেছে দীপিকা পাড়ুকোন ও হৃত্বিক রোশন অভিনীত ছবি ফাইটার। মুক্তির আগেই সেন্সরের কাঁচির মুখে ছবি। বেশ কয়েকটি যৌন উত্তেজক দৃশ্য বাদ দেওয়ায় অবশেষে ছাড়পত্র পেল ছবি।

থাকছেন না বিবেক

রামলালার প্রতিষ্ঠা দিবসে হাজির থাকতে পারছেন না দ্য কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ব্যক্তিগত কাজে আটকে পড়েছেন তিনি। লিখেছেন, “কিছু অত্যন্ত জরুরি দরকারে আটকে পড়ায় যেতে পারছি না। তবে রাম জানেন, কেন পারছি না।’’

অসভ্য তকমা

অঙ্কিতা লোখন্ডের উপর মারাত্মক রেগে গেলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া। প্রিয়াঙ্কার তুতো বোন মানারা চোপড়ার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন অঙ্কিতা! — এই অভিযোগেই এবার অঙ্কিতাকে অসভ্য তকমা দিলেন তিনি

প্রতিক্রিয়া অভিনেত্রীর
অভিনেত্রী রশ্মিকা মন্দনার এক ডিপফেক ভিডিয়ো ভাইরাল হয়েছিল সমাজমাধ্যমে। নভেম্বর মাসের সেই ঘটনায় এ বার মূল অভিযুক্তকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। কাণ্ডটি ঘটিয়েছেন বছর ২৪-এর এক যুবক। ধৃতের নাম ইমানি নবীন। তিনি অন্ধ্রের গুন্টুর জেলার বাসিন্দা। পুলিশের সক্রিয়তা দেখে খুশি রশ্মিকা। তাঁর কথায়, “অভিযুক্তকে আটক করার জন্য ধন্যবাদ। এমন একটা সময়ে সকলের সমর্থন পেয়ে কৃতজ্ঞ আমি। ”

 

পুরীতে জিৎ

গোটা দেশ যখন রামমন্দির এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে ব্যস্ত তখন জিৎ পুরী দর্শনে গেলেন। পুরীর জগন্নাথ মন্দিরে দর্শন করে সেখান থেকে ছবিও পোস্ট করলেন তিনি। জগন্নাথদেবের আশীর্বাদ নিয়ে লিখলেন, ‘জয় জগন্নাথ’।

মাতৃহারা সুদীপা
শনিবার রাতেই মেলে দুঃসংবাদ। অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় তাঁর মাকে হারালেন। সোশ্যাল মিডিয়ায় মায়ের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে সুদীপা রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সুরে লিখলেন, ‘যদি থাকি কাছাকাছি- দেখিতে না পাও…’। অভিনেত্রীর মা দীপালি দেবীর আত্মার শান্তি কামনায় সকলেই প্রার্থনা করলেন।

মায়ের বিয়ের শাড়িতে দেবলীনা
মায়ের বিয়ের বেনাসরিতে সাজলেন অভিনেত্রী দেবলীনা কুমার। বিয়ের মরসুমে সেই শাড়ি পরেই ছবি পোস্ট করলেন উত্তম কুমারের নাতবউ। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এই স্টারের সাবেকি লুকে আরও একবার মুগ্ধ নেটপাড়া। লিখলেন, মায়ের শাড়ি আজও এত যত্নে?

Next Video