Bihar Election Result: উত্তরীয় ঘোরাতে ঘোরাতে এগিয়ে গেলেন মোদী…

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 14, 2025 | 9:49 PM

Bihar Election Result: প্রধানমন্ত্রীর বার্তা শোনার জন্য এদিন প্রবল ভিড় ছিল বিজেপির সদর দফতরে। মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রমুখ। বিহারের জনগণকে ধন্যবাদ দিলেন তাঁরা।

গাড়ি থেকে নেমে এলেন নরেন্দ্র মোদী। হেঁটে এগোলেন বিজেপির সদর দফতরে তৈরি থাকা মঞ্চের দিকে। চারপাশে তখন শুধুই জয়ধ্বনি। উত্তরীয় ঘোরাতে ঘোরাতে যেভাবে মোদী মঞ্চের দিকে এগিয়ে গেলেন, তাতে উচ্ছ্বাস আর আত্মবিশ্বাস একেবারে স্পষ্ট।

বিহারের সাফল্যের পরই বাংলা নিয়ে আশা দেখে বিজেপি। এদিন মোদীর কথাতেই তা স্পষ্ট হয়ে গেল। পশ্চিমবঙ্গ থেকে জঙ্গলরাজ সরাব, এমনই বার্তা দিলেন তিনি। বক্তব্যের ছত্রে ছত্রে কংগ্রেসকে আক্রমণ করলেন মোদী। বললেন, ‘বিকশিত হবে বিহার, সমৃদ্ধ হবে বিহার।’