IRCTC Tatkal Ticket: সহজে কাটুন ট্রেনের টিকিট এভাবে?

| Edited By: Moumita Das

Jun 05, 2023 | 7:25 PM

যাত্রার দিনের একদিন আগে কাউন্টার বা অনলাইনে কাটা যায় এই টিকিট। খুব সহজেই এই উপায়ে কাটা যায় এই টিকিট। বাতানুকূল কামরার এসি ৩ টায়ার, ২টায়ার এবং ফার্স্ট এসির বুকিং খোলে সকাল ১০টায় আর স্লিপার ক্লাসের বুকিং খোলে সকাল ১১টায়। বুকিং কাউন্টার থেকে টিকিট কাটার সময়ে তাড়াতাড়ি ফর্ম ভরে লাইনে দাঁড়ান। বার্থ বা সিটের পছন্দ আগে থেকে ঠিক করে রাখুন।

গরমের ছুটি চলছে। কিন্তু বেড়াতে গেলে ট্রেনের টিকিট কাটতে গেলেই ওয়েট লিস্ট টিকিট। কিন্তু ভারতীয় রেলেরই রয়েছে একটি পন্থা যাতে সহজে টিকিট পাবেন। সেই পরিষেবা হল তৎকাল রিজার্ভেশন। কীভাবে তৎকালে টিকিট কাটা যায়? যাত্রার দিনের একদিন আগে কাউন্টার বা অনলাইনে কাটা যায় এই টিকিট। খুব সহজেই এই উপায়ে কাটা যায় এই টিকিট। বাতানুকূল কামরার এসি ৩ টায়ার, ২টায়ার এবং ফার্স্ট এসির বুকিং খোলে সকাল ১০টায় আর স্লিপার ক্লাসের বুকিং খোলে সকাল ১১টায়। বুকিং কাউন্টার থেকে টিকিট কাটার সময়ে তাড়াতাড়ি ফর্ম ভরে লাইনে দাঁড়ান। বার্থ বা সিটের পছন্দ আগে থেকে ঠিক করে রাখুন। কারণ এই টিকিট ক্ষণস্থায়ী। আর অনলাইনে টিকিট কাটলে আইআরসিটিসির ওয়েবসাইটে যান। মেনুতে ক্লিক করে লগইন করুন। বুক টিকিট অপশন ক্লিক করুন। ফর্মে কোথা থেকে কোথায় যেতে চান লিখুন। তৎকাল অপশন ক্লিক করুন। ট্রেন আর ক্লাস বাছুন। তারপর বুক নাও অপশন ক্লিক করুন। তারপর পেমেন্ট করুন। খুব দ্রুত হাত না চালালে তৎকালে কনফার্ম টিকিট পাওয়া মুশকিল। তাই অতি দ্রুত কাজ করুন।