Tirupati Temple: ২০ মিনিটে বিক্রি আড়াই লাখ টিকিট
কুড়ি মিনিটে বিক্রি হল আড়াই লক্ষ টিকিট। ভেঙে গেল অতীত সমস্ত রেকর্ড। তিরুপতি তিরুমালা মন্দিরের প্রতিটি টিকিটের দাম রাখা হয় ৩০০ টাকা করে। তিরুমালার বৈকুন্ঠ দ্বারে দর্শন চলে দশ দিন ধরে। ২৩শে ডিসেম্বর শুরু হবে বৈকুন্ঠ দ্বার দর্শন। তার জন্য অনলাইন টিকিটের ব্যবস্থা করেছিল মন্দির কর্তৃপক্ষ।
কুড়ি মিনিটে বিক্রি হল আড়াই লক্ষ টিকিট। ভেঙে গেল অতীত সমস্ত রেকর্ড। তিরুপতি তিরুমালা মন্দিরের প্রতিটি টিকিটের দাম রাখা হয় ৩০০ টাকা করে। তিরুমালার বৈকুন্ঠ দ্বারে দর্শন চলে দশ দিন ধরে। ২৩শে ডিসেম্বর শুরু হবে বৈকুন্ঠ দ্বার দর্শন। তার জন্য অনলাইন টিকিটের ব্যবস্থা করেছিল মন্দির কর্তৃপক্ষ। অনলাইন টিকিট খুলতেই ২০ মিনিটে নিঃশেষিত হল সব টিকিট।
টিকিট বিক্রি করে তিরুপতি মন্দিরের আয় ৬ কোটি ৭৫ লক্ষ টাকা। তিরুপতি দর্শনের বিনামূল্যে টিকিট সংগ্রহ করা যাবে ২২ ডিসেম্বর। উৎসব চলাকালীন ১০ দিন টিকিট ছাড়া শিশু ও শারীরিকভাবে প্রতিবন্ধীদেরও প্রবেশাধিকার থাকবে না মন্দিরে। ১৯ নভেম্বর পুষ্পাগ্যম দেখার জন্য অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইনে ছাড়া হয়েছে ১ হাজার টিকিট। ৭০০ টাকার টিকিটে ঢুকতে পারবেন দুজন। তিরুপতি মন্দির দেশের ধনী মন্দির গুলির মধ্যে অন্যতম।