Hidden Camera: হোটেলের ঘরে লুকোনো ক্যামেরা খোঁজার সহজ উপায়

Hidden Camera: হোটেলের ঘরে লুকোনো ক্যামেরা খোঁজার সহজ উপায়

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 04, 2023 | 5:54 PM

সম্প্রতি বলিউড তারকা কীর্তি খারবান্দার হোটেলের ঘরে লুকানো ছিল একটি গোপন ক্যামেরা। তারকার সহকারীদের তৎপরতায় ক্যামেরাটি খুঁজে পাওয়া যায়। ঘটে যেতে পারত অপ্রীতিকর ঘটনা। আপনার সঙ্গে এ রকম কিছু হওয়ার আগে সতর্ক হোন।

সম্প্রতি বলিউড তারকা কীর্তি খারবান্দার হোটেলের ঘরে লুকানো ছিল একটি গোপন ক্যামেরা। তারকার সহকারীদের তৎপরতায় ক্যামেরাটি খুঁজে পাওয়া যায়। ঘটে যেতে পারত অপ্রীতিকর ঘটনা। আপনার সঙ্গে এ রকম কিছু হওয়ার আগে সতর্ক হোন। হোটেলের ঘরে ক্যামেরা লুকানো রয়েছে কীভাবে বুঝবেন? রুমের সব আলো বন্ধ করে মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করুন।

গোপন ক্যামেরায় প্রতিফলিত আলো দেখে সনাক্ত করুন লুকানো ক্যামেরাটি। মোবাইলের ক্যামেরা অন করে যদি দেখেন কোনও আলোর বিন্দু। তাহলে বুঝবেন সেখানেই রয়েছে গোপন ক্যামেরা। ইদানিং প্রতারকরা ব্লুটুথ এর মাধ্যমে গোপন ক্যামেরা চালান। আপনার মোবাইলের ব্লুটুথ অন করে কাছাকাছি কী কী ডিভাইস আছে পরীক্ষা করুন। অনেক সময় প্রতারকরা আয়নার পিছনে লুকিয়ে রাখে গোপন ক্যামেরা। সেই ক্যামেরা পরীক্ষা করার একটি পদ্ধতি আছে। আয়নার উপর চেপে ধরুন আপনার হাতের আঙুল। আঙুল ও আঙুলের প্রতিফলনের মধ্যে যদি ফাঁক থাকে তাহলে সাবধান! সেখানে থাকতে পারে গোপন ক্যামেরা।