Clean Dirty Exhaust Fan:কীভাবে পরিষ্কার করবেন এক্সজস্ট ফ্যান?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

May 29, 2023 | 8:50 PM

রান্না ঘর পরিষ্কার রাখতে সবাই চায়। অনেকেই রান্না ঘর পরিষ্কার রাখতে এক্সজস্ট ফ্যান রাখেন। এক্সজস্ট ফ্যান চালালে বাজে গন্ধ বাইরে যেতে পারে। এক্সজস্ট ফ্যান চালালে তেলচিটে ভাব থাকেনা। কিন্তু দেখবেন এক্সজস্ট ফ্যানটি অনেক সময় ভাল কাজ করে না।

রান্না ঘর পরিষ্কার রাখতে সবাই চায়। অনেকেই রান্না ঘর পরিষ্কার রাখতে এক্সজস্ট ফ্যান রাখেন। এক্সজস্ট ফ্যান চালালে বাজে গন্ধ বাইরে যেতে পারে। এক্সজস্ট ফ্যান চালালে তেলচিটে ভাব থাকেনা। কিন্তু দেখবেন এক্সজস্ট ফ্যানটি অনেক সময় ভাল কাজ করে না। এই ফ্যানের ওপর ময়লার জমে যায়। এই জন্য খারাপ হতে পারে আপনার এক্সজস্ট ফ্যানটি। এক্সজস্ট ফ্যান ভাল রাখতে পরিষ্কার রাখুন। কিন্তু কীভাবে পরিষ্কার করবেন এই এক্সজস্ট ফ্যান? টিস্যু পেপার জলে ভিজিয়ে দিয়ে পরিষ্কার করতে পারবেন এক্সজস্ট ফ্যান। এছাড়াও নন-অ্যালকোহলিক স্প্রে দিয়ে পরিষ্কার করা যায় এক্সজস্ট ফ্যান। খুব সহজেই এই স্প্রে দিয়ে পরিষ্কার করতে পারবেন এক্সজস্ট ফ্যানের ময়লা। অ্যান্টি-রাস্ট লেপ ব্যবহার করতে পারেন এক্সজস্ট ফ্যানে। এক্সজস্ট ফ্যান কেনার সময় এই স্প্রে করতে হবে।
এই স্প্রে করলে ময়লা জমবে না আপনার এক্সজস্ট ফ্যানে। এইভাবেই পরিষ্কার থাকবে আপনার এক্সজস্ট ফ্যানটি।