Voter Card: অরিজিনাল ভোটার কার্ডটি হারিয়ে ফেলেছেন? এবার কী করবেন?

Nov 22, 2025 | 9:27 AM

Voter Card Download: ভোটার কার্ড হারিয়ে গেলেও এসআইআর-এর ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। এপিক নম্বরটি জেনে রাখা জরুরি। আর এই এপিক নম্বর জানা থাকলে ভোটার কার্ড পেতেও কোনও সমস্যা হবে না। অরিজিনাল ভোটার কার্ড হারিয়ে গিয়ে থাকলে কী বিকল্প আছে, জেনে নিন।

এসআইআর (SIR) শুরু হওয়ার পর থেকেই খোঁজ পড়েছে ভোটা কার্ড সহ সব নথির। আলমারি থেকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে সে সব। খুঁজতে গিয়ে যদি দেখেন ভোটার কার্ড পাওয়া যাচ্ছে না, তাহলেই বিপদ!

তবে এখন আর ভয় পাওয়ার কিছু নেই। সবকিছুরই উপায় আছে। ভোটার কার্ড হারিয়ে গেলেও চিন্তা নেই। বাড়িতে বসে মোবাইল থেকেই ডাউনলোড করে নিতে পারবেন আপনার কার্ড। আর কার্ড সঙ্গে নিয়ে কোথাও যাওয়ারও প্রয়োজন নেই। মোবাইলে ওই ডিজিটাল কার্ড বা ই কার্ড থাকলেই চলবে। কীভাবে ডাউনলোড করবেন, জেনে নিন-