Hair Care: কখন ‘তেলে চুল তাজা’ নয়?

| Edited By: Tapasi Dutta

Aug 12, 2023 | 12:18 PM

তেলে চুল তাজা আর জলে চুন তাজা। তবে সবসময়ে খাটে না এই বাক্য। তেল অনেক সময়ে চুলের ঔজ্জ্বল্য না বাড়িয়ে ক্ষতিই করে। জেনে নিন কোন কোন পরিস্থিতিতে চুলে তেল দেবেন না।

তেলে চুল তাজা আর জলে চুন তাজা। তবে সবসময়ে খাটে না এই বাক্য। তেল অনেক সময়ে চুলের ঔজ্জ্বল্য না বাড়িয়ে ক্ষতিই করে। জেনে নিন কোন কোন পরিস্থিতিতে চুলে তেল দেবেন না। মাথায় খুশকি হলে চুলে তেল দেবেন না। যে ছত্রাকের সংক্রমণে খুশকি হয় তারা তেল থেকে পুষ্টি পেয়ে আরও বাড়ে। খুশকিতে তেলের বদলে মাথায় লেবু লাগান। স্ক্যাল্প তৈলাক্ত হলে এমনিতেই মাথায় ধুলো ময়লা জমে। এরকম হলে এড়িয়ে চলুন তেল। অনেকের ব্রণ হয়। ব্রণর কারণ দূষণ বা হরমোনের ভারসাম্যহীনতা। ব্রণর সমস্যা থাকলে মাথায় তেল ব্যবহার করবেন না। অনেকে রাত্রে মাথায় তেল মেখে শুয়ে পড়েন। বিশেষজ্ঞরা বলছেন এতে বিশেষ কিছু উপকার হয় না। শ্যাম্পু করার ৪৫ মিনিট আগে তেল মাখলে উপকার পাবেন।