Sim Swap Fraud: ৩ বার ফোনেই অ্যাকাউন্ট ফাঁকা

| Edited By: Tapasi Dutta

Nov 18, 2023 | 7:47 PM

শুরু হয়েছে সিম সোয়্যাপ জালিয়াতি। কলারের ফোনে তিন বার মিসড কল আসছে। তারপর এই ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কীভাবে হয় এই জালিয়াতি? আপনার জাল নথি যদি পায় জালিয়াতরা তারা সেই নথি ব্যবহার করে একটি সিম নেয়। এরপর ব্যাঙ্কের লেনদেনের ওটিপি আপনার সিম কার্ডের বদলে জালিয়াতের ফোনে চলে যায়।

শুরু হয়েছে সিম সোয়্যাপ জালিয়াতি। কলারের ফোনে তিন বার মিসড কল আসছে। তারপর এই ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কীভাবে হয় এই জালিয়াতি? আপনার জাল নথি যদি পায় জালিয়াতরা তারা সেই নথি ব্যবহার করে একটি সিম নেয়। এরপর ব্যাঙ্কের লেনদেনের ওটিপি আপনার সিম কার্ডের বদলে জালিয়াতের ফোনে চলে যায়।

আর তারপরেই ফাঁকা হয়ে যায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কীভাবে বাঁচবেন এই জালিয়াতি থেকে? কোনও টেলিকম কোম্পানির নাম করে কেউ ফোন করলে ব্যক্তিগত তথ্য দেবেন না। কোনও ব্যাঙ্কের নাম করে ফোন এলেও তা যাচাই করে দেখুন। অজানা নাম্বার থেকে ফোন এলে সতর্ক হোন। এই জালিয়াতরা ব্যাঙ্কের তথ্য এবং সিম কার্ড হাইজ্যাক করে চালাচ্ছে এই স্ক্যাম।