7 Star Hotel: ৭ স্টার হোটেল বুঝবেন কীভাবে?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 13, 2023 | 3:27 PM

অনলাইনে অনেকেই বিভিন্ন হোটেল বুক করেন। কিন্তু অনেকেই জানেন না ৩ স্টার, ৫ স্টার ও ৭ স্টার হোটেলের মধ্যে পার্থক্য কী। জেনে নিন কীভাবে রেটিং দেওয়া হয় হোটেলগুলোকে। হোটেলগুলোকে রেটিং দেওয়া হয় সুইমিং পুল, বাথরুম,রেস্টুরেন্ট, রুম,হেল্থ ক্লাব ও লবির ওপর ভিত্তিতে করে।

অনলাইনে অনেকেই বিভিন্ন হোটেল বুক করেন। কিন্তু অনেকেই জানেন না ৩ স্টার, ৫ স্টার ও ৭ স্টার হোটেলের মধ্যে পার্থক্য কী। জেনে নিন কীভাবে রেটিং দেওয়া হয় হোটেলগুলোকে। হোটেলগুলোকে রেটিং দেওয়া হয় সুইমিং পুল, বাথরুম,রেস্টুরেন্ট, রুম,হেল্থ ক্লাব ও লবির ওপর ভিত্তিতে করে। ১ তারা হোটেলে অতিথিদের জন্য থাকার ব্যবস্থা খুবই সাধারণ হয়। এই হোটেলে রুম সার্ভিস, শৌচাগারের সুবিধা দেওয়া হয়। ১ তারা হোটেলের জন্য অতিথিদের বেশি টাকা খরচ করতে দরকার লাগে না। ২ তারা হোটেলের অতিথিরা এক তারকা হোটেল থেকে বেশি সুযোগ পান। এই হোটেলের খরচ প্রায় ১৫০০ টাকা। ৩ তারা হোটেলের রুমের আকার একটু বড় হয়। অতিথিদের এসি ও ইন্টারনেটের সুযোগ দেওয়া হয় । এই হোটেলের খরচ প্রায় ২০০০ টাকা। ৪ তারা হোটেলে পাবেন স্যুট রুম। এছাড়াও বাথটাবের সুবিধা পাবেন।৪ তারা হোটেলে ঘরের আকার বেশ বড় থাকে ও একটি মিনি বারও পাবেন। ৫ তারা হোটেলে পাবেন জিম ও সুইমিং পুলের সুবিধা। ৭ তারা হোটেলে ৫ তারা হোটেলের থেকে বেশি সুযোগ পাওয়া যায়। এই হোটেলে ঘর ভাড়াও অনেক বেশি হয় ৫ তারা হোটেলের থেকে।