Potato Magic: কালো দাগ ছোপ দূর করতে পারে আলু
Potato Magic: মুখেও লাগানো যায় এই প্যাক। সেক্ষেত্রে আরও কম সময় লাগিয়ে ধুয়ে ফেলুন। জেল্লাদার ঝকঝকে ত্বক পাবেন। তবে আপনার ত্বকের বিশেষ কিছু সমস্যা থাকলে চিকিৎসকের সঙ্গে আগে যোগাযোগ করুন।
বাতাসের ধুলো ধোঁয়া আর জঞ্জাল আমাদের ত্বকে লেগে কালো ছোপ তৈরি করে। হাজার সাবান মাখলেও সেই ছোপ উঠতে চায় না। শরীরের এই অবাঞ্ছিত কালচে দাগ নিয়ে আমাদের সমস্যায় পড়তে হয়। এর থেকে মুক্তির কি কোন উপায় নেই? আলুর মধ্যে রয়েছে হাজারো গুন। এই কালো দাগ ছোপ দূর করতে পারে আলু। সাবানের সঙ্গে মিশিয়ে আলু মাখলে গা থেকে এই কালচে দাগ উঠে যাবে। বাথ সোপ গ্রেটারে ঘষে তার সঙ্গে দু’টুকরো আলুর কুচি মেশান। মেশানোর আগে আলু গ্রেটারে ভালো করে গ্রেট করে নিতে হবে। এই মিশ্রনে দিন একটা গোটা লেবুর রস। মেশান আধ কাপ জল। এক চামচ নারকেল তেল ও দেড় চামচ চালের গুঁড়ো। ত্বকের দাগ ছোপ যুক্ত জায়গায় এই প্যাক ৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। মুখেও লাগানো যায় এই প্যাক। সেক্ষেত্রে আরও কম সময় লাগিয়ে ধুয়ে ফেলুন। জেল্লাদার ঝকঝকে ত্বক পাবেন। তবে আপনার ত্বকের বিশেষ কিছু সমস্যা থাকলে চিকিৎসকের সঙ্গে আগে যোগাযোগ করুন।