Howrah Money Recovery: এবার হাওড়ার শিবপুরে উদ্ধার কোটি কোটি টাকা, অনলাইন প্রতারণার জাল?

Howrah Money Recovery: এবার হাওড়ার শিবপুরে উদ্ধার কোটি কোটি টাকা, অনলাইন প্রতারণার জাল?

আসাদ মল্লিক

|

Updated on: Oct 16, 2022 | 3:39 PM

Howrah News: ২ কোটি ২০ লক্ষ ৫০ হাজার টাকা - উদ্ধার হওয়া অর্থের পরিমাণ আপাতত এটাই। সঙ্গে উদ্ধার সোনার গয়না, হিরের গয়না।

হাওড়া: গার্ডেনরিচের পর এবার শিবপুর। হাওড়ায় (Howrah) উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে রাশি রাশি গয়না। শিবপুরের রিভারডেল আবাসনের গাড়ি থেকে উদ্ধার রাশি রাশি টাকা। অরবিন্দ পাণ্ডে ও শৈলেশ পাণ্ডের ফ্ল্যাট সিজ করা হয়েছে কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে, খবর সূত্রের। ব্যাঙ্কে শৈলেশ মণ্ডলের অ্যাকাউন্টে বিপুল অর্থের লেনদেনের খোঁজ। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়েরের পর তদন্তে নামে পুলিশ। তার পরেই আবাসনে রাখা গাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা। গার্ডেনরিচের আমির খানের মতোই অনলাইন প্রতারণার (Online Scam) জাল? সন্দেহ তদন্তকারীদের।

Howrah Money Recovery: 2.20 Crore Money Recovered from Shibpur, Howrah.

ছবি – TV9 Bangla

২ কোটি ২০ লক্ষ ৫০ হাজার টাকা – উদ্ধার হওয়া অর্থের পরিমাণ আপাতত এটাই। সঙ্গে উদ্ধার সোনার গয়না, হিরের গয়না। বাজেয়াপ্ত হয়েছে ২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টও। ব্যাঙ্ক অ্যাকাউন্টেও উদ্ধার ২০ কোটি টাকা। কোথা থেকে এল এই বিপুল অর্থ? সাইবার জালিয়াতি কোন পথে? জানতে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ।

Published on: Oct 16, 2022 02:48 PM