Howrah News: হাওড়ার শিক্ষককে রাষ্ট্রপতি সম্মান

Howrah News: হাওড়ার শিক্ষককে রাষ্ট্রপতি সম্মান

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 28, 2023 | 3:13 PM

এবছর জাতীয় শিক্ষকের সম্মানে ভূষিত হলেন হাওড়ার নিশ্চিন্দা রঘুনাথপুর নফর একাডেমীর প্রধান শিক্ষক শ্রী চন্দন মিশ্র। জাতীয় শিক্ষকের সম্মানে দেশের ৫০ জন শিক্ষকদের যে তালিকা মনোনীত করা হয় তাদের মধ্যে কুড়ি নম্বর স্থানে থাকা এই নিশ্চিন্দা রঘুনাথপুর নফর একাডেমীর প্রধান শিক্ষক চন্দন বাবু।

এবছর জাতীয় শিক্ষকের সম্মানে ভূষিত হলেন হাওড়ার নিশ্চিন্দা রঘুনাথপুর নফর একাডেমীর প্রধান শিক্ষক শ্রী চন্দন মিশ্র। জাতীয় শিক্ষকের সম্মানে দেশের ৫০ জন শিক্ষকদের যে তালিকা মনোনীত করা হয় তাদের মধ্যে কুড়ি নম্বর স্থানে থাকা এই নিশ্চিন্দা রঘুনাথপুর নফর একাডেমীর প্রধান শিক্ষক চন্দন বাবু।চন্দন বাবু জানান আগামী ৩রা সেপ্টেম্বর তাকে রাজধানীতে আমন্ত্রণ জানানো হয়েছে ও ৫ই সেপ্টেম্বর রাষ্ট্রপতি তারা হতে জাতীয় শিক্ষকের পুরস্কার তুলে দেবেন। স্বাভাবিকভাবেই আপ্লুত চন্দনবাবু জানান ২২ বছর আগে শিক্ষকতার সঙ্গে যুক্ত হয়েছিলেন। ২০২২ সালে রাজ্য সরকার শিক্ষারত্ন সম্মানে ভূষিত করেন তাকে। এবার জাতীয় সম্মানে অনেকটাই গর্বিত তিনি। বরানগরের বাসিন্দা চন্দনবাবু শিক্ষকতা জীবন শুরু ২০০১ সাল থেকে প্রায় চার বছর কলকাতার খিদিরপুর একাডেমিতে ছিলেন।এরপর গ্রামীন হাওড়ার বাগনান কুলগাছিয়ার কামিনা হাই স্কুলে দশ বছর শিক্ষকতা করেছেন। জাতীয় সম্মান প্রাপ্ত শিক্ষক চন্দনবাবু আরো জানান তিনি অন্যান্য শিক্ষকদের মতোই একজন মানুষ গড়ার কারিগর এই সম্মান তাকে আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মকে আরো উন্নত করার যে স্বপ্ন তিনি দেখেন সে কাজে আরো উৎসাহ দেবে।