AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

HP Movable Wireless Laptop: দুনিয়ার ১ম মুভেবল ওয়্যারলেস কম্পিউটার

HP Movable Wireless Laptop: দুনিয়ার ১ম মুভেবল ওয়্যারলেস কম্পিউটার

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 24, 2023 | 4:00 PM

Share

বিশ্বের প্রথম মুভেবল ওয়্যারলেস ল্যাপটপ আনল এইচপি। ল্যাপটপেই আছে হ্যান্ডেল ও কিবোর্ড রাখার পকেট দরকার নেই কোনও ব্যাগ। এই ল্যাপটপের নাম এইচপি এনভি মুভ। ২৪ ইঞ্চি কিউএইচডি ডিসপ্লে।

বিশ্বের প্রথম মুভেবল ওয়্যারলেস ল্যাপটপ আনল এইচপি। ল্যাপটপেই আছে হ্যান্ডেল ও কিবোর্ড রাখার পকেট দরকার নেই কোনও ব্যাগ। এই ল্যাপটপের নাম এইচপি এনভি মুভ। ২৪ ইঞ্চি কিউএইচডি ডিসপ্লে। রেজোলিউশন ২৫৬০ বাই ১৪৪০। আছে ইন্টেল কোর আই ফাইভ প্রসেসর। ১৬ জিবির র‍্যাম ও ১ টিবি পর্যন্ত স্টোরেজ।

আছে ৫ মেগাপিক্সেলের ওয়াইড ভিশন ক্যামেরা। আছে কৃত্রিম বুদ্ধিমত্তার ইমেজ সিগন্যাল প্রসেসর। কী কাজ করে এই কৃত্রিম বুদ্ধিমত্তার ইমেজ সিগন্যাল প্রসেসর? কাজ করতে করতে কেউ এই ল্যাপটপ ছেড়ে উঠলেই তৎক্ষণাৎ বন্ধ হয়ে যাবে স্ক্রিন। সে ফিরে এলেই আবার চালু হয়ে যাবে এই ল্যাপটপ।

আছে বিশেষ সেন্সর যা ইউজারের উপস্থিতি বুঝে চালু করে ল্যাপটপের অডিও। ল্যাপটপটির সামনে না থেকেও অ্যাক্সেস করা যায়। ইন্টেল ইউনিসন চিপের মাধ্যমে আইওএস ও অ্যান্ড্রয়েড কানেক্ট করা যায় এই ল্যাপটপের দাম ৭৪,৭৯৬ টাকা।