চড়কাণ্ডে কার পক্ষে হৃত্বিক রোশন?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jun 09, 2024 | 11:53 PM

চড়কাণ্ডে এই মুহূর্তে চর্চায় কঙ্গনা রানাওয়াত। কেউ চড় মারার পক্ষে সওয়াল করছেন আবার কেউ কেউ আইন হাতে তোলার তীব্র নিন্দা করেছেন। কঙ্গনার প্রাক্তন প্রেমিক হৃত্বিক রোশন কার পক্ষে? সাংবাদিক ফে ডি’সুজা একটি তাঁর সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছিলেন। সেই পোস্টকে চড় মারার এই ঘটনার নিন্দা করতে দেখা যায় তাঁকে। ওই পোস্টেই লাইক করেছেন গ্রীক গড। এভাবেই জানিয়েছেন তাঁর প্রতিক্রিয়া।

Follow Us

মোদীর শপথে বলিউডের ঢল
রবিবার ঠিক সন্ধে সাতটায় শুরু হয় মন্ত্রীদের শপথ গ্রহণ। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোটের ওপর ৮০০০ অতিথি। তালিকা থেকে বাদ পড়েনি বলিউড তারকারাও। উপস্থিত হতে দেখা যায় শাহরুখ খান থেকে শুরু করে অক্ষয় কুমারকে। উপস্থিত ছিলেন রজনীকান্তও।

চড়কাণ্ডে কার পক্ষে?
চড়কাণ্ডে এই মুহূর্তে চর্চায় কঙ্গনা রানাওয়াত। কেউ চড় মারার পক্ষে সওয়াল করছেন আবার কেউ কেউ আইন হাতে তোলার তীব্র নিন্দা করেছেন। কঙ্গনার প্রাক্তন প্রেমিক হৃত্বিক রোশন কার পক্ষে? সাংবাদিক ফে ডি’সুজা একটি তাঁর সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছিলেন। সেই পোস্টকে চড় মারার এই ঘটনার নিন্দা করতে দেখা যায় তাঁকে। ওই পোস্টেই লাইক করেছেন গ্রীক গড। এভাবেই জানিয়েছেন তাঁর প্রতিক্রিয়া।

সিক্সার হার্দিকের স্ত্রীর
নিউইয়র্কে ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচ। হার্দিক পান্ডিয়াও খেলছেন। এরকমই এক গুরুত্বপূর্ণ দিনে হার্দিক পান্ডিয়ার স্ত্রী নাতাশা যা করলেন তা দেখে নেটিজেনদের একটাই বক্তব্য, “এত নাটক!” দিব্যি সুখে আছেন নাতাশা। এ দিন সকালেই এক স্যালো থেকে বের হতে দেখা যায় নাতাশাকে। সঙ্গে ছিলেন হার্দিকের দাদা ক্রুণালের স্ত্রীও। বিচ্ছেদের গুঞ্জন কি তবে শুধুই গিমিক?

ছুটিতে মালাইকা
জল্পনা তুঙ্গে, ভেঙেছে মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের প্রেম। যদিও এই প্রসঙ্গে মুখ খোলেননি কেউই। তবে এরই মাঝে অর্জুনকে ছাড়াই দেখা গেল তাঁকে ভ্যাকেশন মুডে। বিদেশে সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়াছেন তিনি। সঙ্গে তাঁর গার্লস গ্যাং। একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেই করলেন শেয়ার।

সরকারের থেকে কী আশা দেবলীনার?
নতুন সরকার গঠন। টলিপাড়ার দেবলীনা দত্ত নাগরিক হিসেবে এবার সরকারের থেকে কী আসা রাখেন? TV9 বাংলাকে জানালেন, নাগরিক হিসেবে আমার আশা হল নারী-সুরক্ষা। আমি যেন একজন স্বাধীন মহিলা নাগরিক হিসেবে ২৪ ঘণ্টা স্বাধীনভাবে এই শহরে বিচরণ করতে পারি।

নাগরিক হিসেবে কী দাবি বিদিপ্তার?
নাগরিক হিসেবে বিদিপ্তা চক্রবর্তী এবার সরকারের থেকে কী আশা রাখছেন? তাঁর দাবি জানিয়ে TV9 বাংলাকে বললেন, যেগুলো নিয়ে আমরা চিৎকার করি বা আমাদের ক্ষোভ, অর্থাৎ সুরক্ষা থেকে শুরু করে শিক্ষা, চাকরি সবটাই। ভিত যদি ভেঙে পড়ে, তবে একটা দেশ তো মাথা তুলে দাঁড়াতে পারে না। তাই মূল খুঁটিগুলো একটু শক্ত হওয়া উচিত।

কী চাইলেন গৌরব?
সরকারের থেকে কী প্রত্যাশা, টিভি ৯ বাংলাকে এবার অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় বললেন, যেই সরকার আসুক, যেই সরকার থাকুক, সবসময় তো সবার ইচ্ছে মত সবটা হয় না। দেশের যাতে আরও ভাল হয়, আমরা যেন তার প্রভাব বুঝতে পারি।

তুমুল নিন্দে শুভশ্রীর
রবিবার সন্ধে গড়াতেই একটি ছবি শেয়ার করেছিলেন শুভশ্রী। সেই ছবিতে দেখা গিয়েছে, তাঁকে জড়িয়ে আছেন রাজ। পিছনে সিঁড়ির উপর বসে আছে ছোট্ট ইউভান বাবা ও মায়ের মুখের দিকে তাকিয়ে। ছবির ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, “ওরা আমার দিকে তাকিয়ে থাকে।” এর পরেই নেটিজেনদের বক্তব্য, “আপনার লজ্জা হওয়া উচিৎ। ছেলেটা এক কোণায় পড়ে আছে। আর এদিকে আপনারা পোজ দিচ্ছেন?”

মেকআপ ছাড়া শ্রাবন্তী
দেখতে দেখতে ৩৫ পার করে ৩৬-এর দিকে এগচ্ছেন শ্রাবন্তী। মেকআপ ছাড়া তাঁকে কেমন দেখতে দেখেছেন কোনওদিন? ছবি এল সামনে। বয়সের জরা এখনও সেভাবে গ্রাস করতে পারেনি তাঁকে। মুখে নেই বলিরেখার চিহ্নও। ৪০-এর দিকে ক্রমশ এগলেও এখনও তিনি যেন অষ্টাদশী। সম্প্রতি নিজেই শেয়ার করেছেন নো ফিল্টার, নো মেকআপ এক ছবি।

মোদীর শপথে বলিউডের ঢল
রবিবার ঠিক সন্ধে সাতটায় শুরু হয় মন্ত্রীদের শপথ গ্রহণ। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোটের ওপর ৮০০০ অতিথি। তালিকা থেকে বাদ পড়েনি বলিউড তারকারাও। উপস্থিত হতে দেখা যায় শাহরুখ খান থেকে শুরু করে অক্ষয় কুমারকে। উপস্থিত ছিলেন রজনীকান্তও।

চড়কাণ্ডে কার পক্ষে?
চড়কাণ্ডে এই মুহূর্তে চর্চায় কঙ্গনা রানাওয়াত। কেউ চড় মারার পক্ষে সওয়াল করছেন আবার কেউ কেউ আইন হাতে তোলার তীব্র নিন্দা করেছেন। কঙ্গনার প্রাক্তন প্রেমিক হৃত্বিক রোশন কার পক্ষে? সাংবাদিক ফে ডি’সুজা একটি তাঁর সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছিলেন। সেই পোস্টকে চড় মারার এই ঘটনার নিন্দা করতে দেখা যায় তাঁকে। ওই পোস্টেই লাইক করেছেন গ্রীক গড। এভাবেই জানিয়েছেন তাঁর প্রতিক্রিয়া।

সিক্সার হার্দিকের স্ত্রীর
নিউইয়র্কে ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচ। হার্দিক পান্ডিয়াও খেলছেন। এরকমই এক গুরুত্বপূর্ণ দিনে হার্দিক পান্ডিয়ার স্ত্রী নাতাশা যা করলেন তা দেখে নেটিজেনদের একটাই বক্তব্য, “এত নাটক!” দিব্যি সুখে আছেন নাতাশা। এ দিন সকালেই এক স্যালো থেকে বের হতে দেখা যায় নাতাশাকে। সঙ্গে ছিলেন হার্দিকের দাদা ক্রুণালের স্ত্রীও। বিচ্ছেদের গুঞ্জন কি তবে শুধুই গিমিক?

ছুটিতে মালাইকা
জল্পনা তুঙ্গে, ভেঙেছে মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের প্রেম। যদিও এই প্রসঙ্গে মুখ খোলেননি কেউই। তবে এরই মাঝে অর্জুনকে ছাড়াই দেখা গেল তাঁকে ভ্যাকেশন মুডে। বিদেশে সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়াছেন তিনি। সঙ্গে তাঁর গার্লস গ্যাং। একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেই করলেন শেয়ার।

সরকারের থেকে কী আশা দেবলীনার?
নতুন সরকার গঠন। টলিপাড়ার দেবলীনা দত্ত নাগরিক হিসেবে এবার সরকারের থেকে কী আসা রাখেন? TV9 বাংলাকে জানালেন, নাগরিক হিসেবে আমার আশা হল নারী-সুরক্ষা। আমি যেন একজন স্বাধীন মহিলা নাগরিক হিসেবে ২৪ ঘণ্টা স্বাধীনভাবে এই শহরে বিচরণ করতে পারি।

নাগরিক হিসেবে কী দাবি বিদিপ্তার?
নাগরিক হিসেবে বিদিপ্তা চক্রবর্তী এবার সরকারের থেকে কী আশা রাখছেন? তাঁর দাবি জানিয়ে TV9 বাংলাকে বললেন, যেগুলো নিয়ে আমরা চিৎকার করি বা আমাদের ক্ষোভ, অর্থাৎ সুরক্ষা থেকে শুরু করে শিক্ষা, চাকরি সবটাই। ভিত যদি ভেঙে পড়ে, তবে একটা দেশ তো মাথা তুলে দাঁড়াতে পারে না। তাই মূল খুঁটিগুলো একটু শক্ত হওয়া উচিত।

কী চাইলেন গৌরব?
সরকারের থেকে কী প্রত্যাশা, টিভি ৯ বাংলাকে এবার অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় বললেন, যেই সরকার আসুক, যেই সরকার থাকুক, সবসময় তো সবার ইচ্ছে মত সবটা হয় না। দেশের যাতে আরও ভাল হয়, আমরা যেন তার প্রভাব বুঝতে পারি।

তুমুল নিন্দে শুভশ্রীর
রবিবার সন্ধে গড়াতেই একটি ছবি শেয়ার করেছিলেন শুভশ্রী। সেই ছবিতে দেখা গিয়েছে, তাঁকে জড়িয়ে আছেন রাজ। পিছনে সিঁড়ির উপর বসে আছে ছোট্ট ইউভান বাবা ও মায়ের মুখের দিকে তাকিয়ে। ছবির ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, “ওরা আমার দিকে তাকিয়ে থাকে।” এর পরেই নেটিজেনদের বক্তব্য, “আপনার লজ্জা হওয়া উচিৎ। ছেলেটা এক কোণায় পড়ে আছে। আর এদিকে আপনারা পোজ দিচ্ছেন?”

মেকআপ ছাড়া শ্রাবন্তী
দেখতে দেখতে ৩৫ পার করে ৩৬-এর দিকে এগচ্ছেন শ্রাবন্তী। মেকআপ ছাড়া তাঁকে কেমন দেখতে দেখেছেন কোনওদিন? ছবি এল সামনে। বয়সের জরা এখনও সেভাবে গ্রাস করতে পারেনি তাঁকে। মুখে নেই বলিরেখার চিহ্নও। ৪০-এর দিকে ক্রমশ এগলেও এখনও তিনি যেন অষ্টাদশী। সম্প্রতি নিজেই শেয়ার করেছেন নো ফিল্টার, নো মেকআপ এক ছবি।

Next Video