Huge Tumor: ১৫ কেজির বিশালাকার টিউমার
পনেরো কেজির বিশালাকার টিউমার। এক মহিলার পেট থেকে অস্ত্রোপচার করে বের করলেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের চিকিৎসকরা। অতীতে হাসপাতালে এত বিশালাকার টিউমার অস্ত্রোপচার হয়নি। রীতিমতো ঝুঁকির এই অস্ত্রোপচারে সাফল্য মেলায় খুশি হাসপাতাল কর্তৃপক্ষ। অস্ত্রোপচারের পর সুস্থ রয়েছেন বছর বিয়াল্লিলের ওই মহিলাও।
ডায়মন্ড হারবারের গার্লসস্কুল রোডের বাসিন্দা সংযুক্তা কয়াল গত কয়েক মাস ধরে পেটের যন্ত্রণায় ভুগছিলেন৷ বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসকের কাছে ঘুরেও রোগ ধরা পড়ছিল না। পেট ক্রমশ ফুলে উঠছিল। কয়েকদিন আগে তাঁকে ভর্তি করা হয়েছিল ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে পরীক্ষা করে চিকিৎসকরা জানতে পারেন মহিলার পেটে একটি বিশালাকার টিউমার রয়েছে। তবে এই ধরনের টিউমার অপারেশনের ক্ষেত্রে ব্যাপক ঝুঁকি ছিল। তবে হাসপাতালের গাইনোকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মানস সাহা এই অপারেশন করতে রাজি হন। এরপর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে সঙ্গে নিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে মহিলার দেহ থেকে বের করা হয় ১৫ কেজি ওজনের বিশালাকার টিউমারটি। ঝুঁকি থাকলেও সফল ভাবে অপারেশন করতে সক্ষম হন চিকিৎসকরা। এই ধরনের অপারেশন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে আগে কখনও হয়নি। প্রথমবারেই এই সাফল্য মেলায় খুশি হাসপাতালের চিকিৎসকেরা।