Asteroid: পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল গ্রহাণু!
পৃথিবীর সামনে ধেয়ে আসছে বড় বিপদ। এমনই আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। নাসা সতর্ক করছে আসন্ন বিপদের জন্য। ৩টি গ্রহাণু খুব দ্রুত বেগে পৃথিবীর দিকে আসছে। সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে গ্রহাণুগুলি। কিন্তু কিছু গ্রহাণু বেরিয়ে আসছে নিজেদের কক্ষপথ থেকে।
পৃথিবীর সামনে ধেয়ে আসছে বড় বিপদ। এমনই আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। নাসা সতর্ক করছে আসন্ন বিপদের জন্য। ৩টি গ্রহাণু খুব দ্রুত বেগে পৃথিবীর দিকে আসছে। সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে গ্রহাণুগুলি। কিন্তু কিছু গ্রহাণু বেরিয়ে আসছে নিজেদের কক্ষপথ থেকে।
সেই গ্রহাণুগুলি বাড়াতে পারে বিপদ। সেই গ্রহাণুগুলি পৃথিবীর কাছে চলে আসছে খুব দ্রুত। যত বড় গ্রহাণু হবে,সেই গ্রহাণুর মাধ্যাকর্ষণ শক্তিও বেশি হবে। ৪ জুন ৩ গ্রহাণু আসতে পারে। এমনই সতর্ক বর্তা দিয়েছে নাসা। গ্রহাণু 2023 HO18 খুব কাছে চলে আসবে। এই গ্রহাণু পৃথিবী থেকে ৪৬৭,০০০ কিলোমিটার দূরে আছে। এর আয়তন প্রায় ৯৬ ফুট। 2023 JR2 গ্রহাণু পৃথিবীর খুব কাছ থেকেই যাবে। এই গ্রহাণুর গতি খুব বেশি। কয়েক ঘণ্টার মধ্যে এই গ্রহাণু ৬,৫১০,০০০ কিলোমিটার চলে আসবে। প্রতি ঘণ্টায় এই গ্রহাণুর গতি ২৭,০০০ কিলোমিটার। 2023 JE5 গ্রহাণুও চলে আসবে পৃথিবীর দিকে। কিন্তু এই গ্রহাণুর সঙ্গে ধাক্কা লাগবে পৃথিবীর।