Chandrakona Water Problem: ১০ লাখের জল প্রকল্প, পানের অযোগ্য সেই জল

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jun 08, 2023 | 11:30 PM

প্রশাসনের চরম গাফিলতির অভিযোগ। তাদের দাবি বারে বারে প্রশাসনকে জানিয়ে মিলেছে শুধু আশ্বাস কাজের কাজ কিছুই হয়নি। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের জাড়া গ্রাম পঞ্চায়েতের করঞ্জি গ্রামে

প্রায় ১০ লক্ষ টাকা ব্যায়ে প্রশাসনের উদ্যোগে গ্রামের মানুষজনকে পরিশুদ্ধ পানীয় জল দেবার ব্যবস্থা করা হলেও, সেই জল পানের উপযোগী নয়, তারপরে ১৫ দিন ধরে ব্যাহত বিদ্যুৎ পরিষেবা,দুই মিলিয়ে পানীয় জল না পেয়ে চরম বিপাকে আদিবাসী অধ্যুষিত এলাকার প্রায় ১০০ টি পরিবার, তীব্র ক্ষোভ পৌঁছছে গ্রামবাসী। প্রশাসনের চরম গাফিলতির অভিযোগ। তাদের দাবি বারে বারে প্রশাসনকে জানিয়ে মিলেছে শুধু আশ্বাস কাজের কাজ কিছুই হয়নি। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের জাড়া গ্রাম পঞ্চায়েতের করঞ্জি গ্রামে। গ্রামের মানুষজনদের অভিযোগ দীর্ঘদিন ধরে গ্রামের মানুষজনরা, পর্যাপ্ত পরিমাণে পানীয় জল না পাওয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে, করঞ্জি গ্রামে ৯,৮৭,৫৬৯ টাকা ব্যয় পানীয় জলের জন্য পাম্প বসানো হলেও, সেই জল একেবারেই খাওয়ার উপযোগী নয়, প্রায় তিন মাস ধরে ব্লক প্রশাসন থেকে জেলা প্রশাসন, সমস্যার কথা গ্রামের মানুষ জানিও মেলেনি সুরাহা। তার উপরে প্রায় ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত, এর ফলেই ১৫ দিন ধরে বন্ধ, পাম্প হাউস। ঘটনায় তীব্র পানীয় জলের সংকটে পড়েছে আদিবাসী অধ্যুষিত গ্রামের প্রায় ১০০ টি পরিবার। তাদের দাবি দ্রুত পানীয় জলের ব্যবস্থা করুক প্রশাসন। যদি এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে ব্লকের বিডিও রথীন্দ্র অধিকারী বলেন, সমস্যার কথা শুনেছি দ্রুত সমাধানে ব্যবস্থা করা হচ্ছে।