‘মমতার অহঙ্কার চূর্ণ করব’, হুঙ্কার হুমায়ুনের
Humayun Kabir: সাম্প্রদায়িকতার রাজনীতি নয়, এই বার্তা দিয়েই অনির্দিষ্টকালের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে হুমায়ুনকে। তবে তাতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না হুমায়ুন। উল্টে মমতা বন্দ্যোপাধ্যায়কেই পাল্টা আক্রমণ করেছেন হুমায়ুন। সংখ্যালঘুদের দাবি নিয়ে সরব হয়েছেন তিনি।
১৫ বছরে সংখ্যালঘুরা কী পেয়েছে? বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ার আগে এই প্রশ্ন তুললেন হুমায়ুন কবীর। তাঁর দাবি, বাংলায় ৩৭ শতাংশ সংখ্যালঘু আছে। তাদের সিংহভাগের ভোট পেয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা। আর তাতেই খুব অহঙ্কার হয়েছে বলে মন্তব্য করেন হুমায়ুন।
তাঁর মুখে শোনা গেল, ‘ইঞ্চিতে ইঞ্চিতে অধিকার বুঝে নেব।’ মোট ১৩৫টি আসনে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছেন তিনি। হুমায়ুন বলেন, ‘বিধানসভায় যাব। প্রয়োজনে বিরোধী আসনে বসব। সরকারের কাছে সংখ্যালঘুদের উন্নয়নের দাবি জানাব।’