Humayun Kabir: বাড়ির ছোট ছেলে হুমায়ুন রোজগার শুরু করেন কীভাবে?

Dec 22, 2025 | 7:13 PM

Humayun New Party: কংগ্রেস থেকে কীভাবে তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু, সে কথা বলতে গিয়েই এদিন উঠে আসে অধীর চৌধুরীর সঙ্গে তাঁর সখ্যতার প্রসঙ্গও।তিনি জানান, অধীরের পরিবারের সদস্য তাঁর জাত তুলে কথা বলেছিল বলেই দূরে সরে আসেন তিনি। এ প্রসঙ্গেই হুমায়ুন বলেন, "আমি মিথ্যাচার করি না। টাকা রোজগারের জন্য ব্যবসা করি। পড়াশোনা করতে করতেই ব্যবসা শুরু করি।"

রাজনীতিটা মানুষের স্বার্থে করেন, কাজের স্বার্থে করেন। নতুন দল ঘোষণার পর এ কথাই বললেন হুমায়ুন কবীর। জোরগলায় মঞ্চে দাঁড়িয়ে বললেন, ‘আমি মিথ্যাচার করে রাজনীতি করি না।’ কংগ্রেস থেকে কীভাবে তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু, সে কথা বলতে গিয়েই এদিন উঠে আসে অধীর চৌধুরীর সঙ্গে তাঁর সখ্যতার প্রসঙ্গও।

তিনি জানান, অধীরের পরিবারের সদস্য তাঁর জাত তুলে কথা বলেছিল বলেই দূরে সরে আসেন তিনি। এ প্রসঙ্গেই হুমায়ুন বলেন, “আমি মিথ্যাচার করি না। টাকা রোজগারের জন্য ব্যবসা করি। পড়াশোনা করতে করতেই ব্যবসা শুরু করি।”