হুমায়ুনের ‘বাবরি মসজিদে’র শিলান্যাস হচ্ছেই! থাকবে সেন্ট্রাল ফোর্স

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 05, 2025 | 5:07 PM

Humayun Kabir: হাইকোর্টের নির্দেশের পর হুমায়ুন কবীর বলেন, “আমি কোনও অসাংবিধানিক কাজ করছি না। হাইকোর্ট যখন বলেছে আমি কোনও বেআইনি কাজ করছি না, তাই স্বাভাবিকভাবেই রাজ্য প্রশাসন আমাকে সাহায্য করবে।

হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে ওঠে মামলা। আদালত কোনও হস্তক্ষেপ করেনি। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, “এর আগে রামমন্দির নিয়ে সম্প্রীতি নষ্টের প্রশ্ন ওঠে। সম্প্রীতি নষ্ট হতে পারে। রাজ্য মানুষের নিরাপত্তা নিশ্চিত করুক।” রাজ্য উত্তরে জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয়, ওয়াকফ বিরোধী আন্দোলনের সময় থেকে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে মুর্শিদাবাদে। সেই বাহিনী এক্ষেত্রে ব্যবহার করা যাবে বলে জানিয়েছে কেন্দ্র।