গ্রেফতার করার পর ২৪ ঘন্টাও পেরয়নি, মুক্তি পেল হুমায়ুনের ছেলে

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 28, 2025 | 9:03 PM

সিসিটিভি ফুটেজ সংগ্রহ, হার্ডডিক্স সিজ করা হয়েছে, ধারা ৪১ এ নোটিশ নোটিশ দেওয়া হয়েছে, বাবা ও ছেলে দুই জনকে নোটিস দেওয়া হয়েছে। প্রায় সাত ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে ১২৬(২), ২২১, ১২১(২),৩৫১(২),৩/৫ Bns ধারা মামলা রুজু করা হয়েছে।

মুর্শিদাবাদ: হুমায়ুন কবীরের নিরাপত্তারক্ষীকে মারধরের ঘটনায় বিধায়ক ও ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের।  হুমায়ুনের নামে ও অভিযোগ দায়ের হয়েছে জানিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজ সংগ্রহ, হার্ডডিক্স সিজ করা হয়েছে, ধারা ৪১ এ নোটিশ নোটিশ দেওয়া হয়েছে, বাবা ও ছেলে দুই জনকে নোটিস দেওয়া হয়েছে। প্রায় সাত ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে ১২৬(২), ২২১, ১২১(২),৩৫১(২),৩/৫ Bns ধারা মামলা রুজু করা হয়েছে।