Dhupguri Murder News: স্ত্রীকে খুন করে থানায় স্বামী!

| Edited By: Tapasi Dutta

Aug 14, 2023 | 5:53 PM

ধূপগুড়িতে সাত সকালে খুন। ধানক্ষেত থেকে উদ্ধার হল মহিলা রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ। ঘটনা টি ঘটেছে ধূপগুড়ি ব্লকের বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্য বোড়াগাড়ি এলাকায়। মৃত মহিলার নাম ফনীবালা রায় (৫০)।

স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী। ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়িতে। সে ধূপগুড়িতে সাত সকালে খুন। ধানক্ষেত থেকে উদ্ধার হল মহিলা রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ। ঘটনা টি ঘটেছে ধূপগুড়ি ব্লকের বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্য বোড়াগাড়ি এলাকায়। মৃত মহিলার নাম ফনীবালা রায় (৫০)। সোমবার ভোড় নাগাদ স্বামী- স্ত্রীর মধ্যে বিবাদ বাদে।বিবাদ এতটাই চরম আকার নেয় যে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কোপাতে শুরু করেন উপযুক্ত স্বামী ভুপাল চন্দ্র রায়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় ধান ক্ষেতে গিয়ে ওই মহিলা পরেন। সেখানেই তার মৃত্যু হয় বলে স্থানীয় দের দাবি। এরপর খুনি নিজেই নিজেই প্রতিবেশীদের খুনের ঘটনা জানান, পুত্রবধূকেও গিয়ে তিনি খবর দেন। এরপরেই প্রতিবেশীরা ছুটে আসেন ঘটনা স্থলে। খবর দেওয়া হয় ধূপগুড়ি থানার পুলিশকে। থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছেছে, মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ধুপগুড়ি থানায়। যুক্ত ভুপাল রায় কে গ্রেপ্তার করেছে পুলিশ।