Hyena in Bangladesh Zoo: শিশুর হাতে কামড় হায়নার

Hyena in Bangladesh Zoo: শিশুর হাতে কামড় হায়নার

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jun 17, 2023 | 6:04 PM

মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ঘটল এক মর্মান্তিক ঘটনা। বাবা-মায়ের সঙ্গে সেই চিড়িয়াখানাতে ঘুরতে যায় ২ বছরের সঈদ। ২ বছরের সঈদ খাঁচার মধ্যে হাত ঢুকিয়ে দেয়। খাঁচাটির ভেতরে ছিল হায়না। হায়না তার কবজিতে আক্রমণ করে। সেই শিশুটির হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।

চিড়িয়াখানায় ঘুরতে যেতে অনেকেই ভালোবাসেন। কিন্তু অনেক সময় চিড়িয়াখানায় ঘটতে পারে বিপদ। মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ঘটল এক মর্মান্তিক ঘটনা। বাবা-মায়ের সঙ্গে সেই চিড়িয়াখানাতে ঘুরতে যায় ২ বছরের সঈদ। দুপুর ১১ টায় তারা চিড়িয়াখানাতে যায়। ২ বছরের সঈদ খাঁচার মধ্যে হাত ঢুকিয়ে দেয়। খাঁচাটির ভেতরে ছিল হায়না। হায়না তার কবজিতে আক্রমণ করে। সেই শিশুটির হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। চিড়িয়াখানার নিরাপত্তাকর্মীরা দ্রুত চলে আসে সেখানে। তাঁরা সেই শিশুটিকে উদ্ধার করে। শিশুটিকে ভর্তি করা হয়েছে পঙ্গু হাসপাতালে। সেখানেই শিশুটির চিকিৎসা হচ্ছে। হাতের কিছুটা অংশ বাদ দিতে হবে। শিশুটির প্রাণ সংশয় হয় নি। এই মর্মান্তিক ঘটনায় অনেকেই আতঙ্কিত। তৈরি করা হয়েছে ২টি তদন্ত কমিটি।