Cricket World Cup: শাহরুখ খান, গৌরী খান, দীপিকা-রণবীর, আশা ভোঁসলে— বাদ নেই কেউ-ই!
ভারতীয় টিমকে বিশ্বকাপ ফাইনালে সাপোর্ট করতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের তারকার মেলা। শাহরুখ খান, গৌরী খান, দীপিকা পাড়ুকোন, আশা ভোঁসলে সহ উপস্থিত হয়েছিলেন আরও অনেকে। গ্যালারিতে বসে মেন ইন ব্লুদের সাপোর্ট করলেন তাঁরা।
ফাইনালে তারকার মেলা
ভারতীয় টিমকে বিশ্বকাপ ফাইনালে সাপোর্ট করতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের তারকার মেলা। শাহরুখ খান, গৌরী খান, দীপিকা পাড়ুকোন, আশা ভোঁসলে সহ উপস্থিত হয়েছিলেন আরও অনেকে। গ্যালারিতে বসে মেন ইন ব্লুদের সাপোর্ট করলেন তাঁরা।
শাহরুখের হাতে সাপ!
আম্বানির বাড়িতে জন্মদিনের পার্টিতে উপস্থিত হতেই মিলল সারপ্রাইডজ। শনিবার রাতে আম্বানিদের পার্টিতে শাহরুখ খান যেতেই হাতে ধরিয়ে দেওয়া হল জ্যান্ত সাপ। ঘাড়েও চাপিয়ে দেওয়া হল সাপ। মুখে হাসি নিয়ে সোজা দাঁড়িয়ে থাকলেন বলিউড কিং। ভিডিয়ো ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়।
আসছে ‘টাইগার ৪’?
সলমন খানের প্রশংসায় ইমরান হাসমি। প্রকাশ্যে বললেন, সলমন খানের সঙ্গে কাজ করা খুব সহজ, তিনি কিছুই বুঝতে দেন না। ইমরানের এই মন্তব্য শুনে তাকে থামিয়ে সলমন খান দর্শকদের বলেন, ‘এই ছবিতে তা দেখা যায়নি, পরেরবার দেখা যাবে’। এরপর থেকেই জল্পনা তুঙ্গে, তবে কী টাইগার ৪ আসছে!
টুকলি করেছেন ক্যাট!
সলমন খান এবার ক্যাটরিনা কাইফকে সকলের সামনে কপি ক্যাট বলে বসলেন। কেন জানেন? টাইগার থ্রি ছবিতে ক্যাটরিনার ভাইরাল তোয়ালে পরে ফাইট দৃশ্যের আইডিয়া নাকি ক্যাটরিনা কাইফ সলমন খানের ‘জিনে কে হ্যায় চার দিন’ গানের দৃশ্য থেকে নিয়েছে। তাই মজা করে তিনি ক্যাটরিনাকে বলে বসেন কপি ক্যাট।
প্রয়াত ধুম পরিচালক
রবিবার সকালে বলিউডে খারাপ খবর। মর্নিং ওয়াক করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন ধুম ছবির পরিচাল সঞ্জয় গাধভী। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তারেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মাত্র ৫৭ বছর বয়সেই জীবনাবসান পরিচালকের। শোকজ্ঞাপন করেন অভিষেক বচ্চন।
অভিনেতার রহস্য-মৃত্যু
অভিনেতার মৃত্যু ঘিরে রহস্য ঘনাল কেরলে। দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে উদ্ধার করা হল মালয়ালাম অভিনেতা বিনোদ থমাসের দেহ। ৪৫ বছর বয়সি অভিনেতার মৃত্যুর কারণ নিয়ে ধন্দে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।মালয়ালাম ছবিতে পরিচিত মুখ বিনোদ। তাঁর অভিনীত জনপ্রিয় ছবিগুলির মধ্যে অন্যতম ‘আয়াপ্পানুম কোশিয়ুম’, ‘নাথোলি ওরু চেরিয়া মিনাল্লা’, ‘ওরু মুরাই ভন্ত পার্থায়া’, ‘হ্যাপি ওয়েডিং’, ‘জুন’।
রাহুল-প্রিয়াঙ্কার বিবাহবার্ষিকী
ছ’বছর পর আবার নতুন করে সংসার পেতেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার। ছেলে সহজের কথা ভেবেই একসঙ্গে থাকার সিদ্ধান্ত তাঁদের। বিষয়টি বার বারই তাঁদের কথায় স্পষ্ট হয়েছে। ১৮ নভেম্বর ছিল রাহুল এবং প্রিয়াঙ্কার বিবাহবার্ষিকী। ১৩ পার করে ১৪ বছরে পা দিল তাঁদের সম্পর্ক। সেই নিয়ে পোস্টও করেছিলেন তিনি। যদিও নীরব প্রিয়াঙ্কা।
ক্ষমা চাইলেন তানজিন
দিন কয়েক আগেই মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি হন তিশা। শোনা যায়, প্রেমের সম্পর্কে ঝগড়ার কারণেই নাকি আত্মহত্যার সিদ্ধান্ত নেন। এ নিয়ে প্রশ্ন করতেই,‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছিলেন সাংবাদিককে। জবাব না দিয়েই করেছিলেন চোটপাট। কিছু দিন যেতে না যেতেই বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী গলায় উল্টো সুর। ক্ষমা চাইলেন তানজিন তিশা। তাঁর যুক্তি, নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন তিনি।
‘গৌরী’র প্ল্যান কী?
সদ্য শেষ হয়েছে ধারাবাহিক ‘গৌরী এল’। আগামী ২৪ তারিখ এই ধারাবাহিকের শেষ সম্প্রচার। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র মোহনা মাইতির পরবর্তী প্ল্যানিং কী? তাঁর উত্তর, “আপাতত একটু বেড়াতে যাব। এর পর আবার কাজ। তবে এখনও ঠিক করিনি। সে রকম কিছু অফার নেই। ভাল অফার থাকলে আবারও ধারাবাহিকের ফিরব”।