Anubrata Mondal: ফেরে জেলে যেতে হলে যাব: কেষ্ট
Anubrata in Birbhum: হুঙ্কার দিয়ে বলেন, “ভয় দেখিও না। আমরা ভয় পাই না। কথায় কথায় বলছ জেলে রেখেছিলাম। চুরি তো করিনি। ডাকাতিও করিনি। ভয় পাই না। দল করতে এসেছি সাধারণ মানুষের উপকার করতে। তার জন্য যদি জেলে যেতে হয় আবার যাব। ওসব ভয় দেখিয়ে আমাকে রোখা যায় না।”
বীরভূম: জেলযাত্রার ভয় দেখিয়ে তাঁকে থামানো যাবে না, দলীয় সভা মঞ্চ থেকে সাফ কথা অনুব্রত মণ্ডলের। হুঙ্কার দিয়ে বলেন, “ভয় দেখিও না। আমরা ভয় পাই না। কথায় কথায় বলছ জেলে রেখেছিলাম। চুরি তো করিনি। ডাকাতিও করিনি। ভয় পাই না। দল করতে এসেছি সাধারণ মানুষের উপকার করতে। তার জন্য যদি জেলে যেতে হয় আবার যাব। ওসব ভয় দেখিয়ে আমাকে রোখা যায় না।” সামনেই বিধাসভা ভোট, তারমধ্যে আবার পুরোদমে চলছে এসআইআর। এরইমধ্যে বিগত কয়েকদিনে রাজ্যের নানা প্রান্তে লাগাতার সাভা করতে দেখা গিয়েছে অনুব্রতকে। এবার ফের বিরোধী শিবিরের কারও নাম না করে তুলোধনা করতে দেখা গেল কেষ্টকে।