বনগাঁ: এসআইআর ইস্যুতে আমরণ অনশনে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। ঠাকুরবাড়িতে নিজের বাড়ির সামনেই অনশনে বসেছেন মমতাবালা ঠাকুরের অনুগামীরা। তাঁর বক্তব্য, এসআইআর হলে মতুয়াদের নাম কাটা যাবে। মমতাবালা ঠাকুর নিজেই এই অনশনের ডাক দিয়েছেন। কিন্তু যখন এই খবর সম্প্রচারিত হচ্ছে, তখন তিনি অনশন মঞ্চে ছিলেন না। বিশেষ কাজে বাইরে ছিলেন। মতুয়া মহাসঙ্ঘের পদাধিকারীরা অনশন মঞ্চে রয়েছেন। এক আন্দোলনকারী বলেন, “যতক্ষণ না সরকার আমাদের দাবি দাওয়া মানছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।” এই এসআইআর আবহে আরও চওড়া হয়েছে মতুয়া বাড়ির ফাটল।
বনগাঁ: এসআইআর ইস্যুতে আমরণ অনশনে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। ঠাকুরবাড়িতে নিজের বাড়ির সামনেই অনশনে বসেছেন মমতাবালা ঠাকুরের অনুগামীরা। তাঁর বক্তব্য, এসআইআর হলে মতুয়াদের নাম কাটা যাবে। মমতাবালা ঠাকুর নিজেই এই অনশনের ডাক দিয়েছেন। কিন্তু যখন এই খবর সম্প্রচারিত হচ্ছে, তখন তিনি অনশন মঞ্চে ছিলেন না। বিশেষ কাজে বাইরে ছিলেন। মতুয়া মহাসঙ্ঘের পদাধিকারীরা অনশন মঞ্চে রয়েছেন। এক আন্দোলনকারী বলেন, “যতক্ষণ না সরকার আমাদের দাবি দাওয়া মানছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।” এই এসআইআর আবহে আরও চওড়া হয়েছে মতুয়া বাড়ির ফাটল।