Aak Tree: বিষাক্ত গাছে উপচে পড়বে টাকা!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

May 30, 2023 | 7:12 PM

গ্রামের দিকে অনেকেই এই গাছকে বিষাক্ত গাছ বলে মনে করেন, আকন্দ ফুল খুবই পবিত্র বলে মনে করা হয়। এই গাছ পুজোও করা হয়। এই গাছ লাগানো অনেকেই শুভ মনে করেন। শিবের পুজোতে এই গাছের ফুল শিবের পুজোতে ব্যবহার করা হয়। এই ফুলে শিবের পুজো করলে জীবনে সুখ আসে।

গ্রামের দিকে অনেকেই এই গাছকে বিষাক্ত গাছ বলে মনে করেন। আকন্দ ফুল খুবই পবিত্র বলে মনে করা হয়। এই গাছ পুজোও করা হয়। এই গাছ লাগানো অনেকেই শুভ মনে করেন। শিবের পুজোতে এই গাছের ফুল শিবের পুজোতে ব্যবহার করা হয়। এই ফুলে শিবের পুজো করলে জীবনে সুখ আসে। এই ফুল দিয়ে পুজো করলে ধন সম্পদ বৃদ্ধি পায়। আকন্দ গাছের মূল যদি শ্বেতার্ক গণপতির মত দেখতে হলে,আপনি লাভবান হবেন। বাড়িতে এই মূর্তি পুজো করলে, আপনার বাড়িতে ফিরবে সুখ। অনেক সময় বাড়িতে অর্থের ঘাটতি দেখা যায়। এই সময় আকন্দের মূল বেঁধে রাখুন কালো কাপড় দিয়ে। তারপর সেটিকে ঝুলিয়ে রাখুন আপনার বাড়ির প্রধান দরজাতে। শিশুর শরীর খারাপ হলে তৈরি করুন ১১ টি আকন্দ ফুলের মালা। সেই মালা শিশুর পাশে রেখে দিন রবি পুষ্যের দিনে। বাড়িতে সারাদিন অশান্তি হলে, এই গাছের মূল লাল কাপড় দিয়ে ঢেকে ঘরে রেখে দিন। ঘরে ফিরবে সুখ-শান্তি।