ITR না করলেই পেনাল্টি, বাড়তি খরচ থেকে বাঁচবেন কীভাবে?

Dec 04, 2025 | 12:08 PM

Income Tax Return: আয়কর আইনের সেকশন ১১৯(২)(বি)-এর অধীনে দেরি হওয়ার কারণে আপনি ‘ক্ষমা’ চাইতে পারেন অথবা সময়সীমার ছাড় চাইতে পারেন। আপনাকে সরাসরি যোগাযোগ করতে হবে আপনার এলাকার প্রিন্সিপাল সিআইটি বা প্রিন্সিপাল কমিশনার অফ ইনকাম ট্যাক্সের সঙ্গে।

আয়কর রিটার্ন ফাইল করেছেন? এ বাবা ভুলে গিয়েছেন? তাহলে তো আপনার থেকে মোটা অঙ্কের জরিমানা করবে ভারতের আয়কর দফতর। এ বাবা চিন্তা করছেন? না না এতে চিন্তার তেমন কোনও কারণ নেই। কারণ, এমন একটি উপায় এমন রয়েছে যেখানে আপনি কোনও জরিমানা ছাড়াই আপনার আয়কর রিটার্ন জমা করতে পারবেন।

একে বলে কন্ডোনেশন অফ ডিলে। অর্থাৎ, দেরি হওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করা। আয়কর আইনের সেকশন ১১৯(২)(বি)-এর অধীনে দেরি হওয়ার কারণে আপনি ‘ক্ষমা’ চাইতে পারেন অথবা সময়সীমার ছাড় চাইতে পারেন। আপনাকে সরাসরি যোগাযোগ করতে হবে আপনার এলাকার প্রিন্সিপাল সিআইটি বা প্রিন্সিপাল কমিশনার অফ ইনকাম ট্যাক্সের সঙ্গে। সেখানে ম্যানুয়াল বা হাতে লেখা আবেদন জমা দিতে হবে।

Published on: Dec 04, 2025 12:07 PM