Hooghly News: স্বাস্থ্যকেন্দ্রেই চলছে গাছ কাটা!
বেআইনিভাবে গাছকাটার অভিযোগ উঠলো পুরশুড়ার ফতেপুর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রে। এই ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন স্থানীয় তৃণমূল ও বিজেপি নেতৃত্ব। তাঁদের অভিযোগ, কোনরকম সরকারি অনুমতি ছাড়ায় ওই স্বাস্থ্যকেন্দ্রে থাকা গাছগুলি কেটে ফেলা হচ্ছে।
বেআইনিভাবে গাছকাটার অভিযোগ উঠলো পুরশুড়ার ফতেপুর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রে। এই ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন স্থানীয় তৃণমূল ও বিজেপি নেতৃত্ব। তাঁদের অভিযোগ, কোনরকম সরকারি অনুমতি ছাড়ায় ওই স্বাস্থ্যকেন্দ্রে থাকা গাছগুলি কেটে ফেলা হচ্ছে। যদিও স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত বিএমওএইচ দাবি করেছেন, আরামবাগ বনদপ্তরের অনুমতি নিয়েই গাছ কাটা হচ্ছে।
আর এই নিয়ে আরামবাগ ফরেস্ট রেঞ্জার আশরাফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন তাঁর কাছে অনুমতি নেওয়ার জন্য এলেও তিনি কোন অনুমতি দেননি। প্রশ্ন উঠেছে তবে কে অনুমতি দিল গাছ কাটার ? গাছ কাটতে গেলে যে নিয়মগুলি মানতে হয় সেইগুলো কি মানা হয়েছে? গাছ কি লাগানো হয়েছে? কার মদতে চলছে অবাধে গাছ কাটা ? গাছগুলি যদি বিক্রি হয় তাহলে কার পকেটে ভরবে ? যদিও এই নিয়ে অভিযুক্ত বি এম ও এইচ কোন সদুত্তর দিতে পারেননি।