Vande Bharat Express: ২৫ কোটি আয় করল বাংলার বন্দে ভারত
গত তিন মাসে এই সেমি হাই স্পিড প্রিমিয়াম ট্রেন থেকে রেলের আয় ২৫,৬১,৯৭,০৩৬ টাকা। ৩মাসে ২৫ কোটিরও বেশি আয় দিয়েছে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস । ২২৩০১ আপ বন্দে ভারত এক্সপ্রেস চলে হাওড়া-নিউ জলপাইগুড়ির মধ্যে । আর ২২৩০২ ডাউন বন্দে ভারত এক্সপ্রেস চলে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ার মধ্যে । গত ৩ মাসে ৭৬টি ট্রিপ করেছে এই ট্রেন
রেকর্ড টিকিট বিক্রি হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের। গত তিন মাসে এই সেমি হাই স্পিড প্রিমিয়াম ট্রেন থেকে রেলের আয় ২৫,৬১,৯৭,০৩৬ টাকা। ৩মাসে ২৫ কোটিরও বেশি আয় দিয়েছে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস । ২২৩০১ আপ বন্দে ভারত এক্সপ্রেস চলে হাওড়া-নিউ জলপাইগুড়ির মধ্যে । আর ২২৩০২ ডাউন বন্দে ভারত এক্সপ্রেস চলে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ার মধ্যে । গত ৩ মাসে ৭৬টি ট্রিপ করেছে এই ট্রেন। ১ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল ১০০% সিট বুক ছিল বন্দে ভারতের । ইস্টার্ন রেলের সিপিআরও কৌশিক মিত্রের কথায় ‘উন্নত যাত্রী পরিষেবা ও উচ্চ গতির জন্য গগনচুম্বী চাহিদা এই ট্রেনের’ । আইসিএফে তৈরি বন্দে ভারত এক্সপ্রেসে আছে বিলাস বহুল যাত্রী পরিষেবা । দুর্দান্ত প্যান্ট্রি কার, সুন্দর চেয়ার কার আর প্রশস্ত প্যাসেজ যাত্রী টানছে । পূর্ব রেলের তরফে জানানো হয়েছে ‘টিকিটের চাহিদা ১১০%’ । সাধারণ চেয়ারকারের পাশাপাশি বন্দে ভারতে আছে এক্সিকিউটিভ চেয়ার কারও।