Japan Restaurant News: প্লেটের উপর আঙুল চাটা হাত! জরিমানা ৪ কোটি

TV9 Bangla Digital | Edited By: আসাদ মল্লিক

Jun 18, 2023 | 7:30 PM

Japan: অনেকেই হাত চাটে খাবার খাওয়ার সময়। হাত চাটার কারণে বিপদে পড়েছে এক স্কুলের পড়ুয়া। জাপানের ওসাকায় এমন ঘটনা ঘটেছে। জাপানি স্কুলের পড়ুয়া Akindo Sushiro Co রেস্তরাঁয় যায়।

অনেকেই হাত চাটে খাবার খাওয়ার সময়। হাত চাটার কারণে বিপদে পড়েছে এক স্কুলের পড়ুয়া। জাপানের ওসাকায় এমন ঘটনা ঘটেছে। জাপানি স্কুলের পড়ুয়া Akindo Sushiro Co রেস্তরাঁয় যায়। সেখানে সে অর্ডার করে ‘সুশি’ ডিশ। আঙুল চাটা হাত প্লেটের ওপর রাখে। সেই পড়ুয়া সোয়া সসের বোতলও চেটে দেয়। সোশাল মিডিয়ায় এখন ভাইরাল সেই ভিডিয়ো। সেই ভিডিয়ো অনেকেই সমালোচনা করেছেন। এই বিষয়টি আদালতে নিয়ে যায় হোটেল কর্তৃপক্ষ। রেস্তরাঁ কর্তৃপক্ষ,মামলা করেছে জাপানি স্কুলের পড়ুয়ার বিরুদ্ধে। জরিমানা চাওয়া হয়েছে প্রায় ৪ কোটি টাকা। রেস্তরাঁ কর্তৃপক্ষ আদালতে জানান, তাঁদের অনেক ক্ষতি হয়েছে ব্যবসায়। হঠাৎ করে অনেক গ্রাহক কমে গেছে তাঁদের রেস্তরাঁয়। তাঁরা জানায়, তাঁদের ক্ষতি হয়েছে প্রায় ১১৫ মিলিয়ান মার্কিন ডলার। ওই পড়ুয়ার তরফে একটি চিঠি পাঠানো হয় আদালতে। জাপানি স্কুলের পড়ুয়া তার ভুলের কথা স্বীকার করেছে।
আদালতের কাছে ক্ষমাও চেয়েছেন সেই পড়ুয়া।