Sunny Deol & Dharmendra: কেন পরিচারিকার অপমান সহ্য করেন ধর্মেন্দ্র?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 30, 2023 | 7:06 PM

বাবা ধর্মেন্দ্র আর ছেলে সানি দেওল, দুজনের ছবিই বেশ ভাল সাড়া ফেলেছে। বক্স অফিসে ভালই চলছে ধর্মেন্দ্রর ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। সানি দেওলের সিকুয়েল 'গদর ২' ও রেকর্ড গড়ছে প্রতিদিন।

বাবা ধর্মেন্দ্র আর ছেলে সানি দেওল, দুজনের ছবিই বেশ ভাল সাড়া ফেলেছে। বক্স অফিসে ভালই চলছে ধর্মেন্দ্রর ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। সানি দেওলের সিকুয়েল ‘গদর ২’ ও রেকর্ড গড়ছে প্রতিদিন। সম্প্রতি ‘গদর ২’এর প্রচারে এসে এক সাক্ষাৎকারে তাঁর পরিবারের অজানা কথা বলেছেন সানি দেওল। তিনি তাঁর বিজি অর্থাৎ ঠাকুমার ভক্ত।

সানি উল্লেখ করেন দুটি ঘটনার। ধর্মেন্দ্র ছিলেন বেশ রাগী। একবার তাঁর বাবা ধর্মেন্দ্র তাঁকে এমন মারেন যে গালে ৩ আঙুলের ছাপ পড়ে যায়। এতে রেগে গিয়ে ধর্মেন্দ্রকে বকেন তাঁর মা। আর একটি ঘটনা। একবার রেগে গিয়ে এক পরিচারিকার সঙ্গে দুর্ব্যবহার করেন ধর্মেন্দ্র। তাঁকে উচিত শিক্ষা দেন সানির ঠাকুমা। তিনিও রেগেমেগে ওই পরিচারিকাকে দিয়ে ধর্মেন্দ্রকে পাল্টা অপমান করান। সানি বলেন এমনই একটা পরিবারে তাঁর বড় হয়ে ওঠা। বিজির প্রভাব তাঁর ওপর অনেকটাই।