Holi 2023: বড়বাজারে প্রাচীনতম রঙের দোকান
Holi: বাজার চলতি অন্যান্য আবীর বা জলরঙের তুলনায় দাম বেশ কিছুটা বেশি হলেও লোকজন এখানে আসেন খাটি জিনিসের খোঁজেই।
ম্লান আলোর মায়া মাখা এই তাকগুলো দোলের কদিন আগে থেকে রঙ খেলতে শুরু করে। এখন ওদের গায়ে গোলাপী রঙ। শেষ ১২৩ বছর ধরে এটাই ওদের অভ্যাস এটাই দস্তুর। তার এই শতবর্ষ প্রাচীন দোকানটায় তালা দিয়ে দিতে হয় দোলের কটা দিন আগে থেকে। ১৯০০ এ প্রতিষ্ঠিত হয় প্রতাপমল গোবিন্দ রামের আয়ুর্বেদিক ওষুধের দোকান। পাশাপাশি দোলের সময়ে বিক্রি হতে ফাগ, আবির, গুলাল। তখন জার্মানি থেকে আসত গোলাপী রঙ তারপর দেশেই শুরু হয় এই রঙ তৈরি। আজও আবির, গুলাল আর জলরঙের পসরা নিয়ে হাজির এই শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান। বাজার চলতি অন্যান্য আবীর বা জলরঙের তুলনায় দাম বেশ কিছুটা বেশি হলেও লোকজন এখানে আসেন খাটি জিনিসের খোঁজেই।
Published on: Mar 06, 2023 09:39 PM