Bird Death Mystery: ৫ অক্টোবর আমেরিকার শিকাগোর রাস্তায় পড়ে থাকতে দেখা যায় ১০০০টি মৃত পাখি

Bird Death Mystery: ৫ অক্টোবর আমেরিকার শিকাগোর রাস্তায় পড়ে থাকতে দেখা যায় ১০০০টি মৃত পাখি

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Oct 28, 2023 | 9:12 PM

Chicago: ৫ অক্টোবর আমেরিকার শিকাগোর রাস্তায় পড়ে থাকতে দেখা যায় ১০০০টি মৃত পাখি। হারমিট থ্রাশ,টেনেসি ওয়ারব্লার, আমেরিকান উডকক ও আরও অনেক পাখির মৃতদেহ। ছড়িয়ে ছিটিয়ে পাখির মৃতদেহ যেন এক ভয়াবহ কার্পেট। চোখে জল আসবে সেই ছবি দেখে। শোক স্তব্ধ শিকাগো। ৪ অক্টোবর কুক কাউন্টিতে প্রায় ১৫ লক্ষ পাখি দেখা যায়। এত পাখির মৃত্যুর কারণ কী?

Chicago: ৫ অক্টোবর আমেরিকার শিকাগোর রাস্তায় পড়ে থাকতে দেখা যায় ১০০০টি মৃত পাখি। হারমিট থ্রাশ,টেনেসি ওয়ারব্লার, আমেরিকান উডকক ও আরও অনেক পাখির মৃতদেহ। ছড়িয়ে ছিটিয়ে পাখির মৃতদেহ যেন এক ভয়াবহ কার্পেট। চোখে জল আসবে সেই ছবি দেখে। শোক স্তব্ধ শিকাগো। ৪ অক্টোবর কুক কাউন্টিতে প্রায় ১৫ লক্ষ পাখি দেখা যায়। এত পাখির মৃত্যুর কারণ কী? পশ্চিম অন্টারিওর বিশ্ববিদ্যালয়ের এক গবেষক ব্রেন্ডন স্যামুয়েলসের মতে বাড়ির ধাক্কাই কারণ। এখনও পর্যন্ত ১০০০ মৃত পাখির দেহ উদ্ধার হয়েছে। পাখির ওড়ার জন্য বাতাসের স্রোত, উষ্ণতা, কুয়াশা, দূষণ ও বৃষ্টি প্রভাব ফেলে। একই সঙ্গে পরিযানের পথের গ্লোবাল পজিশনিং পাখিকে উড়তে সাহায্য করে। শিকাগোর পাখি মৃত্যুর আসল কারণ কোনটা তা নিয়ে এখন গবেষণা হচ্ছে। মৃতদেহ ভালভাবে পরীক্ষা খোঁজ দেবে আসল কারণের।