Dhupguri News: মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সাংসদের

মুখ্যমন্ত্রীর তরফে ধূপগুড়িকে মহকুমায় উন্নীত করার ঘোষনাকে শত বার্ষিকী পরিকল্পনা বলে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়। তার দাবী এই ঘোষনাই সার। আগামী ১০০ বছরেও ধূপগুড়ি আদৌও মহকুমাতে উন্নীত হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

Dhupguri News: মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সাংসদের
| Edited By: | Updated on: Sep 12, 2023 | 8:29 PM

মুখ্যমন্ত্রীর তরফে ধূপগুড়িকে মহকুমায় উন্নীত করার ঘোষনাকে শত বার্ষিকী পরিকল্পনা বলে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়। তার দাবী এই ঘোষনাই সার। আগামী ১০০ বছরেও ধূপগুড়ি আদৌও মহকুমাতে উন্নীত হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।বিজেপি সাংসদ বলেন উত্তরকন্যা তো মিনি রাইটার্স হওয়ার কথা ছিলো আদৌও হয়েছে কি? আমি বলি এদের বিশ্বাস করাই উচিত নয়। তবে হ্যাঁ এই ঘোষনা দিয়ে আগামী ২৬ বা তার পরের বিধানসভা নির্বাচন পার করা যেতে পারে। বিজেপি সাংসদের মন্তব্যকে পালটা কটাক্ষ করেন জলপাইগুড়ির প্রাক্তন তৃনমূল সাংসদ বিজয় চন্দ্র বর্মন। তার মন্তব্য বিজেপি সাংসদকে দেখাই যায়না। আর ধূপগুড়ি উপ নির্বাচন উপলক্ষে অভিষেক ব্যানার্জী এসেছিলেন। তিনি বলেছিলেন ধূপগুড়ি মহকুমা হবেই। ভোটের রেজাল্ট বের হতে না হতেই তা হয়ে গেলো। এটাই হোলো বিজেপি আর তৃনমূলের মধ্যে পার্থক্য।

Follow Us: