Cold Drinks: এই কোল্ড ড্রিংক কিন্তু আগে কোথাও দেখেননি!

| Edited By: আসাদ মল্লিক

Jun 04, 2023 | 3:32 PM

Cold Drinks: এত গরম পড়েছে। সবাই বোতল হাতে তুলে নিচ্ছেন । ঢক ঢক করে ঠান্ডা পানীয় গলায় ঢালছেন। ঠিক করে দেখুন এই কোল্ড ড্রিংক কিন্তু আগে কোথাও দেখেননি। এটা সরকারি কোল্ড ড্রিংক।

এত গরম পড়েছে। সবাই বোতল হাতে তুলে নিচ্ছেন । ঢক ঢক করে ঠান্ডা পানীয় গলায় ঢালছেন। ঠিক করে দেখুন এই কোল্ড ড্রিংক কিন্তু আগে কোথাও দেখেননি। এটা সরকারি কোল্ড ড্রিংক।
নেতাদের দিয়ে বিজ্ঞাপন নেই। ঝাঁঝ নেই। চাইলেই পাড়ার দোকানে বা রাস্তা ঘাটে পাবেন না। কিন্তু এই গরমে যে কেমন ডিমান্ড দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। মহাকরণের পাশে আর বি আইয়ের ফুটে রাস্তার ওপরেই নীল রঙের পুরনো সরকারি গাড়ি। নীরা গাড়ি। ভেতরে একটার পর একটা বোতল খোলা হচ্ছে।তালগুড় সমবায় সমিতি। আজকের নয় । অনেকদিনের সরকারি সংস্থা।