Rekha-Hema Malini Gossip: গালে চুমু, অস্বস্তিতে হেমা

| Edited By: Tapasi Dutta

Nov 05, 2023 | 4:22 PM

হেমা মালিনীর জন্মদিনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ড্রিম গার্লের ৭৫ তম জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন রেখা। কেক কাটার পর পার্টি জমে ওঠে। তখন হেমা রেখার থেকে যেন কিছুটা দূরত্বে।

হেমা মালিনীর জন্মদিনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ড্রিম গার্লের ৭৫ তম জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন রেখা। কেক কাটার পর পার্টি জমে ওঠে। তখন হেমা রেখার থেকে যেন কিছুটা দূরত্বে। ভিডিও পোস্ট হতে সোশাল মিডিয়ায় ঝড় উঠেছে। অনেকে বলছেন রেখা বুঝি হেমাকে SORRY বললেন।

তবে চাপ চাপ পরিবেশ কিছুক্ষণই কেটে যায়। বলিউডের অতীতের দুই জনপ্রিয়তম নায়িকা মিউজিকের তালে খানিক কোমরও দোলান। ধর্মেন্দ্রর বাড়িতে হয় এই পার্টি।

বলিউডের তাবড় সেলিব্রিটি হাজির ছিলেন হেমার জন্মদিনে। হেমা ও রেখার মধ্যে কোন বচসার গুঞ্জন বলিউডে এখনও ছড়িয়ে পড়েনি। বয়স বাড়লেও এখনও পার্টির কেন্দ্রবিন্দুতে এই দুই তারকা অভিনেত্রী।