Coconut Shell Craft: ফেলে দেওয়া জিনিস বেচে মাসে ৭ লাখ
ফেলে দেওয়া নারকেল মালা দিয়ে মাসে ৭ লক্ষ টাকা আয়! গল্প নয় সত্যি! ভগবানের নিজের দেশ, কেরালা নারকেল গাছে ভর্তি। নারকেলের তেল, নারকেলের বিভিন্ন রকম জিনিস তৈরি করার পরেও পড়ে থাকে নারকেলের মালা। নারকেলের এই খোলসকে কাজে লাগিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন এক তরুণী।
ফেলে দেওয়া নারকেল মালা দিয়ে মাসে ৭ লক্ষ টাকা আয়! গল্প নয় সত্যি! ভগবানের নিজের দেশ, কেরালা নারকেল গাছে ভর্তি। নারকেলের তেল, নারকেলের বিভিন্ন রকম জিনিস তৈরি করার পরেও পড়ে থাকে নারকেলের মালা। নারকেলের এই খোলসকে কাজে লাগিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন এক তরুণী।
মারিয়া কুরিয়াকোজ মুম্বাইয়ে অ্যাডমিনিস্ট্রেশন স্পেশালিস্টের কাজ করতেন। মারিয়া নারকেল মালা দিয়ে পরিবেশবান্ধব শিল্প তৈরির কথা ভাবেন। নারকেল মালার অলঙ্কার তৈরি করতে প্রয়োজন দক্ষ শিল্পীর। মারিয়া সে পথে না হেঁটে তৈরি করেন কম খরচের জিনিসপত্র। সাবান কেস, কাপ, প্লেট তৈরি করতে থাকেন নারকোলের ফেলে দেওয়া মালা দিয়ে। তাঁর সংস্থা ‘ঠেঙ্গা কোকো’।
হট কেকের মতো বিক্রি হতে থাকে মারিয়ার তৈরি জিনিসপত্র। মাত্র ২ বছরে তাঁর সংস্থা জনপ্রিয়তা পায়। প্রতিমাসে ৪০০০ থেকে ৫০০০ জিনিস তৈরি করে মারিয়ার সংস্থা। প্রতি মাসে মারিয়ার আয় হয় ৭ লক্ষ টাকা।