Water Metro News: দেশের প্রথম জলের ওপর মেট্রো

| Edited By: Moumita Das

May 08, 2023 | 6:21 PM

তিরুবনন্তপুরমে ২৫ এপ্রিল ওয়াটার মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ব্যাটারি চালিত হাইব্রিড নৌকায় কোচির ১০টি দ্বীপকে যুক্ত করা হল এই মেট্রোয় । পরিবেশ-বান্ধব, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত মেট্রোগুলি বিশেষ ভাবে সক্ষম মানুষদের সুবিধা যুক্ত । এই মেট্রোর রুটে ৩৮টি টার্মিনাল আছে । ৭৮টি বৈদ্যুতিক বোট কাজ করছে এই প্রকল্পে । হাইকোর্ট-ভাইপিন টার্মিনাল ও ভিট্টিলা-কক্কনড টার্মিনালের মধ্যে এটি চালু হয়েছে

ভগবানের আপন দেশ কেরল। কেরলের বন্দর শহর কোচিতে ১,১৩৬.৮৩ কোটি টাকায় তৈরি হল দেশের প্রথম জলের ওপর মেট্রো । তিরুবনন্তপুরমে ২৫ এপ্রিল ওয়াটার মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ব্যাটারি চালিত হাইব্রিড নৌকায় কোচির ১০টি দ্বীপকে যুক্ত করা হল এই মেট্রোয় । পরিবেশ-বান্ধব, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত মেট্রোগুলি বিশেষ ভাবে সক্ষম মানুষদের সুবিধা যুক্ত । এই মেট্রোর রুটে ৩৮টি টার্মিনাল আছে । ৭৮টি বৈদ্যুতিক বোট কাজ করছে এই প্রকল্পে । হাইকোর্ট-ভাইপিন টার্মিনাল ও ভিট্টিলা-কক্কনড টার্মিনালের মধ্যে এটি চালু হয়েছে । কক্কনড থেকে ভিট্টিলা যেতে সময় লাগছে ২৫ মিনিট । হাইকোর্ট থেকে ভাইপিনের দূরত্ব ২০ মিনিটে অতিক্রম করছে জল মেট্রো । সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই জলযান । কোচি মেট্রো রেল আর ওয়াটার মেট্রো চড়া যাবে এক কার্ডে । অনলাইনেও বুক করা যাবে টিকিট । যাত্রীদের ব্যবহার করতে হবে কোচি-১ কার্ড। এক সপ্তাহের খরচ ১৮০ টাকা। মাসে লাগবে ৬০০ টাকা । ৯০ দিনের পাশ ১৫০০ টাকা । সাপ্তাহিক পাশে ১২টি রাইড । মাসিক পাসে ৫০টি রাইড।
আর ত্রৈমাসিক পাসে পাওয়া যাবে ১৫০টি জল মেট্রোর রাইড।