Banking Recruitment: এই ব্যাঙ্কে চলছে কর্মী নিয়োগ

| Edited By: Tapasi Dutta

Mar 07, 2023 | 7:02 PM

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেডে চলছে কর্মী নিয়োগ। ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, চিফ ম্যানেজার সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেডে চলছে কর্মী নিয়োগ। ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, চিফ ম্যানেজার সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি আইপিপিবি-র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। মোট ৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।কর্মস্থান হবে নয়া দিল্লিতে। আগামী ২২ মার্চ অবধি এই শূন্যপদে আবেদন করা যাবে। কেবলমাত্র অনলাইন মাধ্য়মেই আবেদন করা যাবে। ম্যানেজার পদে যাদের নিয়োগ করা হবে,তাদের বয়সসীমা ২৩ থেকে ৩৫ বছর হতে হবে। সিনিয়র ম্যানেজার পদে যারা আবেদন করবেন, তাদের বয়সসীমা ২৬ থেকে ৩৫ বছর হতে হবে।চিফ ম্য়ানেজার পদে যারা আবেদন করবেন, তাদের বয়সসীমা ২৯ থেকে ৪৫ বছর হতে হবে। অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার পদে যারা আবেদন করবেন, তাদের বয়সসীমা ৩২ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। ডেপুটি জেনারেল ম্যানেজার পদে যারা আবেদন করবেন,তাদের বয়সসীমা ৩৫ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীদের অবশ্যই কোনও সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। এই শূন্য়পদে যাদের নিয়োগ করা হবে, তাদের সর্বাধিক ১ লক্ষ ১৮ হাজার থেকে ৩ লক্ষ ৭০ হাজার টাকা অবধি হবে। আবেদনকারীদের ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।