Indian Army in Kashmir: জঙ্গিগোষ্ঠীর শিকড় ওপড়াতে কিস্তওয়ারে অভিযানে ভারতীয় সেনা!
Assam Rifles and Rashtriya Rifles in Jammu and Kashmir: জম্মু ও কাশ্মীরে জঙ্গি বিরোধী অভিযানে রাষ্ট্রীয় রাইফেলস ও অসম রাইফেলস। জানা গিয়েছে, সেখানে সক্রিয় রয়েছে জইশ-ই-মহম্মদের ২টি গ্রুপ। আর সেই খবর পেয়েই জঙ্গিদের নেটওয়ার্ক উপড়ে ফেলতেই এই অভিযান চালাচ্ছে দেশের প্রতিরক্ষা বাহিনী।
জম্মু-কাশ্মীরের কিস্তওয়ারে বড়সড় সেনা অভিযান। সেখানে জঙ্গি বিরোধী অভিযানে রাষ্ট্রীয় রাইফেলস ও অসম রাইফেলস। জানা গিয়েছে, সেখানে সক্রিয় রয়েছে জইশ-ই-মহম্মদের ২টি গ্রুপ। আর সেই খবর পেয়েই জঙ্গিদের নেটওয়ার্ক উপড়ে ফেলতেই এই অভিযান চালাচ্ছে দেশের প্রতিরক্ষা বাহিনী।
কাশ্মীরে এই মুহূর্তে তাপমাত্রা শূন্যের কাছাকাছি। আর তার মধ্যেই চলছে এই সেনা অভিযান। এই কিস্তওয়ার এলাকা বেশ প্রত্যন্ত। আর তার মধ্যে ঘন জঙ্গলেও ঘেরা এই এলাকা। স্বাভাবিক ভাবেই এই এলাকাকেই টার্গেট করছে জঙ্গিরা। আর সেই শিকড়কে উপড়ে ফেলতেই এবার অভিযানে ভারতীয় সেনা ও রাষ্টীয় রাইফেলস। জানা গিয়েছে ইতিমধ্যেই গুলি চলেছে। চলছে সার্চিং অপারেশনও।
Published on: Dec 31, 2025 02:00 PM