Cobra Rescue In Jalpaiguri: অবশেষে ধরা পড়লো ডিম চোর!
একের পর ডিম গিলে পেট ঢোল। কিছুতেই মুরগীর খোপ থেকে বের হতে পারছিলোনা গোখরো সাপ। কিছুক্ষনের চেষ্টায় তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দিলেন পরিবেশ কর্মী। হাফ ছেড়ে বাঁচলেন গৃহস্থ।
একের পর ডিম গিলে পেট ঢোল। কিছুতেই মুরগীর খোপ থেকে বের হতে পারছিলোনা গোখরো সাপ। কিছুক্ষনের চেষ্টায় তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দিলেন পরিবেশ কর্মী। হাফ ছেড়ে বাঁচলেন গৃহস্থ। জলপাইগুড়ি পাহাড়পুর গ্রামপঞ্চায়েতর জোড়া কদম এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম। ছানা ফোটাবার জন্য মুরগির খোপে একটি পিচবোর্ডের বাক্সের মধ্যে খড় বিছিয়ে মুরগীর ডিম সাজিয়ে তা দেবার জন্য রেখে দিয়েছিলেন। পরিবারের লোকেরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছিলেন বাক্স থেকে রোজ ডিম কমে যাচ্ছে। কিন্তু কেনো কমে যাচ্ছে তা বুঝতে পারছিলেন না। শনিবার রাতে খাঁচার ভেতর থেকে মুরগী গুলি চিতকার করতে থাকে। এরপর তারা ছুটে গেলে খাঁচার ভেতর থেকে ফোঁস ফোঁস শব্দ শুনতে পান। মোবাইলের লাইট জ্বালিয়ে ভালো করে লক্ষ্য করতেই দেখতে পান খাঁচার ভেতর একটি গোখরো সাপ কুন্ডলী পাকিয়ে বসে আছে। ডিম খেয়েছে তাই পেট ফুলে ঢোল হয়ে আছে। রফিকুল ইসলাম বলেন এই দৃশ্য দেখে আমরা হতবাক হয়ে যাই। এরপর আমরব খবর দেই পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। তিনি এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। বিশ্বজিৎ দত্ত চৌধুরী বলেন এটি একটি স্পেকটিক্যাল কোবরা। খোপে ঢুকে ডিম খেয়েছিলো। আমাকে খবর দেয়।আমি এসে উদ্ধার করে পাশেই তার নিরাপদ আশ্রয় স্থলে ছেড়ে দিলাম। বাকী ডিম গুলিতে আবার উনারা মুরগী ছানা ফোটাবার কাজে ব্যাবহার করতে পারবেন।