Indian Railway: রেললাইনের ধারের শিশুরা এবার পড়বে, শিখবে
Bharat RailVidya Fellowship: ওরা রেললাইনের ধারে তাঁবু খাটিয়ে বসবাস করে। মাথার ওপর খোলা আকাশ, পেটে খিদের টান। শিক্ষা তাই ওদের কাছে খুবই দূরের স্বপ্ন। ওদের স্বাক্ষরতার লক্ষ্যে এগিয়ে এলো ভারত স্কাউটস এন্ড গাইডস। রেল লাইনের ধারে বসবাসকারী শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে তৈরি হয়েছে উত্তর মধ্য রেলওয়ের এক উদ্যোগ। ভারত রেল বিদ্যা ফেলোশিপ এর অধীনে এই পরিকল্পনা।
ওরা রেললাইনের ধারে তাঁবু খাটিয়ে বসবাস করে। মাথার ওপর খোলা আকাশ, পেটে খিদের টান। শিক্ষা তাই ওদের কাছে খুবই দূরের স্বপ্ন। ওদের স্বাক্ষরতার লক্ষ্যে এগিয়ে এলো ভারত স্কাউটস এন্ড গাইডস। রেল লাইনের ধারে বসবাসকারী শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে তৈরি হয়েছে উত্তর মধ্য রেলওয়ের এক উদ্যোগ। ভারত রেল বিদ্যা ফেলোশিপ এর অধীনে এই পরিকল্পনা।
প্রয়াগরাজ ডিভিশনের রেলওয়ে লাইনের পার্শ্ববর্তী অঞ্চলের শিশুদের শিক্ষা দিতে তৈরি হয়েছে রাগ ড্রিমস ওয়েভার অ্যাসোসিয়েশন। তুন্দ্রা, আগ্রা, আলিগড়, মির্জাপুর, প্রয়াগরাজ ও কানপুরে চলছে এই কর্মকাণ্ড। ভারত স্কাউট অ্যান্ড গাইডস তৈরি করছে ওই শিশুদের অভিভাবকদের আয়ের তালিকা। শিশুদের সম্বন্ধে যাবতীয় তথ্য জোগাড় করা হচ্ছে। তাদের শিক্ষা স্বাস্থ্য এই সমস্ত সুযোগ-সুবিধা দেবার প্রস্তুতি চলছে। শিশুদের পরিবারের সদস্যদের অসুখ করলে চিকিৎসার ব্যবস্থাও দিচ্ছে এই সংগঠন।